Ajker Patrika

ভাবির বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২২, ২০: ৫৭
ভাবির বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নিখোঁজের দুই দিন পর শামীম দেওয়ান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আউটশাহী বাজার কবরস্থানসংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা—শামীম দেওয়ান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

পুলিশ ও মৃত ব্যক্তির পরিবার বলছে, শামীম গত শনিবার তাঁর ভাবির সঙ্গে ভাবির বাবার বাড়ি নেত্রাবতী এলাকায় যান। সেখান থেকে কাঁঠাল নিয়ে বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে তাঁকে খুঁজতে বের হন তাঁর ভাবিসহ পরিবারের লোকজন। এ সময় রাস্তায় শামীমের জুতা ও কাঁঠালের বস্তা পাওয়া গেলেও অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি। সোমবার সকালে ৬টার দিকে আউটশাহী বাজার কবরস্থানের পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত