হাসপাতালে ঢুকে রোগী বাগিয়ে নেওয়ার চেষ্টা দালালদের, বাধা দেওয়ায় হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের থেকে রক্ষায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সদর হাসপাতালের এক নিরাপত্তা কর্মী। আজ মঙ্গলবার দুপুরে সদর থানায় অভিযোগ দেন তিনি। 

অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের সামনে এবং আশপাশ এলাকায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিযোগকৃত দালালেরা অবস্থান করে। এরপর জেলার সাতটি উপজেলাসহ আশপাশ জেলা থেকে সদর হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভুল বুঝিয়ে এবং কম খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে ক্লিনিকে নিয়ে যায়। এতে রোগী এবং তাদের স্বজনদের অতিরিক্ত অর্থ খরচ ছাড়াও ভুল চিকিৎসায় অনেক সময় রোগী মৃত্যুর ঘটনা ঘটে। 

এ নিয়ে সম্প্রতি মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে কিছু দালাল হাসপাতালে প্রবেশ করে রোগী বাগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। 

গতকাল সোমবার সদর হাসপাতালে আসা এক রোগীর সঙ্গে প্রাইভেট হাসপাতালের নিয়োগকৃত দালাল চক্রের কিছু সদস্য রোগীদের ভুল বুঝিয়ে হাসপাতালের বাইরে নিজেদের প্রাইভেট ক্লিনিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিষয়টি হাসপাতালের নিরাপত্তাকর্মী দুলাল ও রাজার নজরে আসলে তাঁরা প্রতিবাদ করেন। একপর্যায়ে বেসরকারি হাসপাতালের ১৫–২০ জন দালাল এক জোট হয়ে বিভিন্ন লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হাসপাতালের ভেতর ঢুকে দুই প্রহরীকে গালিগালাজসহ মারধর করে। 

অভিযোগকারী হাসপাতালের নিরাপত্তাকর্মী দুলাল হোসেন বলেন, ‘গতকাল সোমবার সকালের দিকে দুজন রোগী আমাদের কাছে অভিযোগ করে বলেন, ‘‘হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছিলাম। হাসপাতালের ভেতর থেকে দুজন দালাল আমাকে ভুল বুঝিয়ে তাদের ক্লিনিকে নিয়ে যায়। সেখানে গিয়ে চিকিৎসককে আমার মাথা ব্যথার কথা বলি। তারা আমার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে ৬ হাজার টাকা বিল করে নিয়ে নেয়। যে ডাক্তার দেখেছে তাকে ৫শ টাকা ভিজিট দিতে হয়েছে।’ ’ এরপর রোগীদের দেখিয়ে দেওয়া দালালদের ধরতে গেলে তাঁরা এক জোট হয়ে আমাদের ওপর তেড়ে আসে এবং নানা ধরনের হুমকি দেয়। পরে বিষয়টি তত্ত্বাবধায়ক স্যারকে জানালে স্যার আমাকে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন।’ 

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে দা হাতে এক ব্যক্তি নিরাপত্তা প্রহরীদের মারধর করতে আসেন। ছবি: সংগৃহীতঅভিযোগে বেশ কয়েকজন দালাল সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—পাপ্পু (৩৫), রানা (৫২), শাহিন (৫০), দয়াল (৩৬), ফারুক (৩৮), মনির (৩৭), ইলিয়াস (৫০), জাবেদ (৫০), রায়হান (৫০), শিলা আক্তার (৩৬), আলেয়া বেগম (৪০), বিউটি (৫০), সেলিনা আক্তার (৫০), রেহেনা আক্তার (৫০) ও রওশন আরা (৪৫)। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, ‘প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্রের সদস্যরা এর আগেও আমাদের নিরাপত্তা প্রহরীদের নানাভাবে শারীরিক লাঞ্ছিত করেছেন। আমরা প্রশাসনের মাধ্যমে অভিযান চালিয়ে কিছু দালাল ধরা হয়েছে। কিন্তু দালালের উৎপাত কমেনি। নিরাপত্তাকর্মীদের হুমকির বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’ 

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেছেন, বিষয়টি তদন্ত করে বহিরাগত দালালদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত