Ajker Patrika

পদ্মা সেতুতে এক দিনে সোয়া ৪ কোটি টাকা টোল আদায়

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
পদ্মা সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে এক দিনে পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। তাতে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।

আজ শনিবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, গত রাত পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৭টি যানবাহন পারাপার হয়েছে। তা ছাড়া সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে ৯ হাজার ৮৫২টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত