ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে সাত বছরের সন্তানসহ এক নারী চিকিৎসক বিষপান করেছেন বলে জানা গেছে। পরবর্তীকালে তাঁদের জেলা সদর হাসপাতালে নেওয়া হলে শিশুসন্তানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই নারী চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকালে দিকে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে জেলা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
ওই নারী চিকিৎসকের নাম মিতা সরকার (৩০)। তিনি ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালের গাইনি চিকিৎসক। তাঁর মৃত সন্তানের নাম রণজয় মণ্ডল রুশ (৭)।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার সাংবাদিকদের জানান, মিতা সরকার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁর মাকে নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তিনি ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
চিকিৎসক মিতা সরকারের সাবেক শ্বশুর রঞ্জিত কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের কারণে দুই বছর আগে আমার ছেলের সঙ্গে মিতা সরকারের ছাড়াছাড়ি হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসার কাজের মেয়ের কাছ থেকে জানতে পারি, আমার নাতিকে বিষপান করে হত্যার পর মিতা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। আমার নাতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মিতা সরকার তার কর্মস্থলের আরেক চিকিৎসকের সঙ্গে পরকীয়াসহ বিভিন্ন অবৈধ সম্পর্কে জড়িত ছিল। পরকীয়ার কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক উপপরিচালক রঞ্জিত মণ্ডলের ছেলে চিকিৎসক রঞ্জন মণ্ডলের সঙ্গে ৯ বছর আগে মিতার বিয়ে হয়। মিতা সরকার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার নারায়ণ সরকারের মেয়ে। বিয়ের পর তাঁদের সংসারে রুশর জন্ম হয়। গত দুই বছর আগে মিতা ও রঞ্জনের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে মিতা তাঁর সন্তান রুশকে নিয়ে শহরের গঙ্গাধরপট্টি এলাকার খান মজলিশ টাওয়ারের ছয়তালার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পাশাপাশি তিনি বাসস্ট্যান্ড এলাকায় ট্রমা জেনারেল হাসপাতালের নিয়মিত গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে স্থানান্তর করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওই চিকিৎসক সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
মানিকগঞ্জে সাত বছরের সন্তানসহ এক নারী চিকিৎসক বিষপান করেছেন বলে জানা গেছে। পরবর্তীকালে তাঁদের জেলা সদর হাসপাতালে নেওয়া হলে শিশুসন্তানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই নারী চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকালে দিকে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে জেলা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
ওই নারী চিকিৎসকের নাম মিতা সরকার (৩০)। তিনি ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালের গাইনি চিকিৎসক। তাঁর মৃত সন্তানের নাম রণজয় মণ্ডল রুশ (৭)।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার সাংবাদিকদের জানান, মিতা সরকার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁর মাকে নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তিনি ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
চিকিৎসক মিতা সরকারের সাবেক শ্বশুর রঞ্জিত কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের কারণে দুই বছর আগে আমার ছেলের সঙ্গে মিতা সরকারের ছাড়াছাড়ি হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসার কাজের মেয়ের কাছ থেকে জানতে পারি, আমার নাতিকে বিষপান করে হত্যার পর মিতা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। আমার নাতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মিতা সরকার তার কর্মস্থলের আরেক চিকিৎসকের সঙ্গে পরকীয়াসহ বিভিন্ন অবৈধ সম্পর্কে জড়িত ছিল। পরকীয়ার কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক উপপরিচালক রঞ্জিত মণ্ডলের ছেলে চিকিৎসক রঞ্জন মণ্ডলের সঙ্গে ৯ বছর আগে মিতার বিয়ে হয়। মিতা সরকার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার নারায়ণ সরকারের মেয়ে। বিয়ের পর তাঁদের সংসারে রুশর জন্ম হয়। গত দুই বছর আগে মিতা ও রঞ্জনের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে মিতা তাঁর সন্তান রুশকে নিয়ে শহরের গঙ্গাধরপট্টি এলাকার খান মজলিশ টাওয়ারের ছয়তালার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পাশাপাশি তিনি বাসস্ট্যান্ড এলাকায় ট্রমা জেনারেল হাসপাতালের নিয়মিত গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে স্থানান্তর করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওই চিকিৎসক সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে