Ajker Patrika

বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২৩, ১৭: ৫৪
বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ শনিবার ঢাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশারের শাহীন হলে নানা আয়োজনে দিনটি উদ্‌যাপন করা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে। 

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০৪১’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের লক্ষ্যে বর্তমান বাফওয়া সভানেত্রী অতি অল্প সময়ে বিশেষ শিশুদের জন্য স্কুল, বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোম প্রতিষ্ঠা, প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত বিমান সেনাদের পত্নীসহ বিমানবাহিনীর সব নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে সর্বজনীন চিকিৎসাসেবা নিশ্চিতসহ বর্তমানে ১৮টি বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছেন। পাশাপাশি ব্যাপক সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে এটি একটি রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বাফওয়ার এই ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাফওয়ার সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাফওয়ার অন্যান্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখায়ও যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিবসটি উদ্‌যাপন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাফওয়া একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত