মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুল (২৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হন।
নিহত জাহিদুল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি বেলুন বিক্রেতা ছিলেন।
আহতরা হলেন ফরিদপুর বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), ফরিদপুর কাইচাইল এলাকার জুবায়ের (২৩), রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০), হেমায়েত ব্যাপারী (৪০) ও হাওয়া বিবি (৩০)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজৈর বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশের একটি পুকুরপাড়ে বেলুনে গ্যাস ভরার কাজ করছিলেন তিন বিক্রেতা। গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা আরও এক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া বিস্ফোরণের সময় সিলিন্ডার উড়ে গিয়ে ৪০০ মিটার দূরে হেমায়েত বেপারীর বাড়িতে পড়লে আরও দুজন আহত হন।
এ বিষয়ে আসাদুল ব্যাপারী নামে একজন বলেন, ‘আমি পুকুরপাড়ের রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ হয় এবং পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। এ সময় দৌড়ে এসে দেখি দুইজনের পা নেই। আরও দুজনের ঘাড় আর কানের দিকে থেকে রক্ত বের হচ্ছে। পরে তাঁদের ভ্যানে করে হাসপাতালে পাঠাই।’
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, সিলিন্ডার বিস্ফোরণে এক বিক্রেতা মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুল (২৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হন।
নিহত জাহিদুল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি বেলুন বিক্রেতা ছিলেন।
আহতরা হলেন ফরিদপুর বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), ফরিদপুর কাইচাইল এলাকার জুবায়ের (২৩), রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০), হেমায়েত ব্যাপারী (৪০) ও হাওয়া বিবি (৩০)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজৈর বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশের একটি পুকুরপাড়ে বেলুনে গ্যাস ভরার কাজ করছিলেন তিন বিক্রেতা। গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা আরও এক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া বিস্ফোরণের সময় সিলিন্ডার উড়ে গিয়ে ৪০০ মিটার দূরে হেমায়েত বেপারীর বাড়িতে পড়লে আরও দুজন আহত হন।
এ বিষয়ে আসাদুল ব্যাপারী নামে একজন বলেন, ‘আমি পুকুরপাড়ের রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ হয় এবং পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। এ সময় দৌড়ে এসে দেখি দুইজনের পা নেই। আরও দুজনের ঘাড় আর কানের দিকে থেকে রক্ত বের হচ্ছে। পরে তাঁদের ভ্যানে করে হাসপাতালে পাঠাই।’
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, সিলিন্ডার বিস্ফোরণে এক বিক্রেতা মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএস আই এস নামের পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
৬ মিনিট আগেসুনামগঞ্জের মধ্যনগরে বালু-পাথর পরিবহন ট্রাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষেতুপাড়া গ্রামের মৃত লোয়াই প্রামাণিকের ছেলে আমিরুল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
৩২ মিনিট আগেলক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ (৭০) আর নেই। গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১ ঘণ্টা আগে