নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ৯ নেতা-কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালত-১-এর বিচারক আশেক ইমাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত বাকি আসামিরা হলেন ইসহাক সরকারের ভাই বিএনপি নেতা ইয়াকুব সরকার, আরমান, আনোয়ার হোসেন রকি, অ্যাডভোকেট রাশেদ আব্দুর রাজ্জাক মিঠু, পারভেজ, মো. সোহেল ও নাদের।
আদালত প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও ছয় মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায়ে সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন জহিরুল প্রামাণিক রাজু হায়দার, জুয়েল আলম আরিফ হোসেন রাজীব খন্দকার ওরফে শরীফ, দিপু ও সাখাওয়াত হোসেন ওরফে আলাল।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন না। তাঁদের পলাতক ঘোষণা করে রায় দেওয়া হয়। আদালত রায়ে উল্লেখ করেন, সাজাপ্রাপ্ত আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর রায় কার্যকর হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৭ মে বেলা ৩টা ২৫ মিনিটের দিকে বংশাল থানার সিদ্দিকবাজারে রাস্তার ওপর আসামিরা ও বিএনপির অন্যান্য নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে এলাকায় গাড়ি ভাঙচুর ও বোমার বিস্ফোরণ ঘটান। এলাকায় ত্রাস সৃষ্টি করে জনমনে ভীতি সঞ্চার করেন।
এ ঘটনায় বংশাল থানার এসআই আজগর হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ৫ জুন ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ মে অভিযোগ গঠন করেন। মামলা চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
নাশকতার মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ৯ নেতা-কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালত-১-এর বিচারক আশেক ইমাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত বাকি আসামিরা হলেন ইসহাক সরকারের ভাই বিএনপি নেতা ইয়াকুব সরকার, আরমান, আনোয়ার হোসেন রকি, অ্যাডভোকেট রাশেদ আব্দুর রাজ্জাক মিঠু, পারভেজ, মো. সোহেল ও নাদের।
আদালত প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও ছয় মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায়ে সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন জহিরুল প্রামাণিক রাজু হায়দার, জুয়েল আলম আরিফ হোসেন রাজীব খন্দকার ওরফে শরীফ, দিপু ও সাখাওয়াত হোসেন ওরফে আলাল।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন না। তাঁদের পলাতক ঘোষণা করে রায় দেওয়া হয়। আদালত রায়ে উল্লেখ করেন, সাজাপ্রাপ্ত আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর রায় কার্যকর হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৭ মে বেলা ৩টা ২৫ মিনিটের দিকে বংশাল থানার সিদ্দিকবাজারে রাস্তার ওপর আসামিরা ও বিএনপির অন্যান্য নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে এলাকায় গাড়ি ভাঙচুর ও বোমার বিস্ফোরণ ঘটান। এলাকায় ত্রাস সৃষ্টি করে জনমনে ভীতি সঞ্চার করেন।
এ ঘটনায় বংশাল থানার এসআই আজগর হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ৫ জুন ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ মে অভিযোগ গঠন করেন। মামলা চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৪ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৬ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে