রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী রায়পুরায় বাবাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বাবা। গতকাল মঙ্গলবার রাতে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সুরুজ মিয়া (৬৫)। ওই দিন বিকেলে উপজেলা আলিপুরা ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দুজন হলেন উপজেলার সাহেবনগরের সুরুজ মিয়ার ছেলে মোশারফ (২৩) এবং ইমরান (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, সুরুজ মিয়ার দুই ছেলে মোশারফ এবং
ইমরান মাদকাসক্ত এবং কোনো কাজকর্ম করেন না। নেশার টাকা জোগাড় করতে না পেরে গাছসহ ঘরের আসবাবপত্র বিক্রি করে দেন। এর প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেন।
পরে তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারপিট করে জখম করে। খবর পেয়ে সুরুজ মিয়ার মেয়েরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসেন।
এ ঘটনায় ওই দিন রাতে হত্যা চেষ্টাসহ মারধর করে আহত করার ঘটনায় দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সুরুজ মিয়া।
এ বিষয়ে সুরুজ মিয়ার মেয়ে নাজমা বলেন, ‘পাঁচ বছর আগে আমার মা মারা গেছেন। আমাদের বোনদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে দুই ভাইয়ের সঙ্গে বাবা থাকেন। সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে প্রায়ই মারধর করে তারা। আমরা বোনেরাও বাবার বাড়িতে আসতে পারি না। খবর পেয়ে আহত বাবাকে উদ্ধার করি।’
সুরুজ মিয়া বলেন, ‘কোনো কাজ না করে বসে বসে খাওয়ায় ছেলে মোশারফ এবং ইমরান নেশার টাকা জোগাড় করতে না পেরে মঙ্গলবার গাছসহ ঘরের আসবাবপত্র বিক্রি করে। এর প্রতিবাদ করায় হত্যার চেষ্টা করে মারপিট করে আমাকে। তারা টাকা সম্পত্তি ভোগে নেওয়ার জন্যই এভাবে মারধর করে। জীবনের নিরাপত্তাসহ তাদের বিচার দাবিতে দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’
অভিযুক্ত ইমরানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে থানার উপপরিদর্শক ফরিদ মিয়া বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদী রায়পুরায় বাবাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বাবা। গতকাল মঙ্গলবার রাতে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সুরুজ মিয়া (৬৫)। ওই দিন বিকেলে উপজেলা আলিপুরা ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দুজন হলেন উপজেলার সাহেবনগরের সুরুজ মিয়ার ছেলে মোশারফ (২৩) এবং ইমরান (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, সুরুজ মিয়ার দুই ছেলে মোশারফ এবং
ইমরান মাদকাসক্ত এবং কোনো কাজকর্ম করেন না। নেশার টাকা জোগাড় করতে না পেরে গাছসহ ঘরের আসবাবপত্র বিক্রি করে দেন। এর প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেন।
পরে তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারপিট করে জখম করে। খবর পেয়ে সুরুজ মিয়ার মেয়েরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসেন।
এ ঘটনায় ওই দিন রাতে হত্যা চেষ্টাসহ মারধর করে আহত করার ঘটনায় দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সুরুজ মিয়া।
এ বিষয়ে সুরুজ মিয়ার মেয়ে নাজমা বলেন, ‘পাঁচ বছর আগে আমার মা মারা গেছেন। আমাদের বোনদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে দুই ভাইয়ের সঙ্গে বাবা থাকেন। সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে প্রায়ই মারধর করে তারা। আমরা বোনেরাও বাবার বাড়িতে আসতে পারি না। খবর পেয়ে আহত বাবাকে উদ্ধার করি।’
সুরুজ মিয়া বলেন, ‘কোনো কাজ না করে বসে বসে খাওয়ায় ছেলে মোশারফ এবং ইমরান নেশার টাকা জোগাড় করতে না পেরে মঙ্গলবার গাছসহ ঘরের আসবাবপত্র বিক্রি করে। এর প্রতিবাদ করায় হত্যার চেষ্টা করে মারপিট করে আমাকে। তারা টাকা সম্পত্তি ভোগে নেওয়ার জন্যই এভাবে মারধর করে। জীবনের নিরাপত্তাসহ তাদের বিচার দাবিতে দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’
অভিযুক্ত ইমরানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে থানার উপপরিদর্শক ফরিদ মিয়া বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১৮ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
৩৯ মিনিট আগে