সর্বাত্মক কর্মবিরতিতে ঢাবি ও বুয়েটের শিক্ষক-কর্মচারীরা 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৯: ৩৪
Thumbnail image

সর্বজনীন প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্তিকরণকে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ঢাবি শিক্ষক সমিতির ব্যানারে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকে দুপুর ১২টা থেকে অবস্থান নেন শিক্ষকেরা। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান, বিক্ষোভ ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থানকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.নিজামুল হক ভূঁইয়া বলেন, সরকারের মধ্য ছোট একটি গ্রুপ ২০১৫ সালে ষড়যন্ত্র করেছে। সুপারগ্রেড নিয়ে ১৫ সালে কমিটি হয়েছিল কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ সময়ে এসেও তারা আবার ষড়যন্ত্র করা শুরু করেছে।

এরা কারা, তাদের খুঁজে বের করা প্রয়োজন। দাবি নিয়ে অচিরেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলর সঙ্গে বৈঠক হবে বলে জানান নিজামুল।

সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে অবস্থানকালে ঢাবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মো. আব্দুল মোতালেব বলেন, আমাদের দাবি থেকে এখনো সরে আসিনি। সর্বাত্মক কর্মবিরতি চলছে। পাশাপাশি সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়েও আন্দোলন চলছে। আমরা পূর্বের পেনশন স্কিমে থাকতে চাই।

এদিকে, সর্বাত্মক কর্মবিরতির পাশাপাশি বুয়েটের কাউন্সিল ভবনের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষকেরা। বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমাদের দাবি বদলায়নি। কারও সঙ্গে আমাদের বৈঠক হয়নি। প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ বাদ না দেওয়া পর্যন্ত দাবি থেকে সরে আসছি না, এটাই আমাদের মূলকথা। একই সময়ে বুয়েটের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখপাত্র আব্দুল জাহের সুমন বলেন, ‘পেনশন স্কিম নিয়ে আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। যার কারণে সকল ধরণের সেবা কার্যক্রম আমরা বন্ধ রেখেছি। দাবি আদায় করে আমরা অফিসে যাব, এর আগে কোনোভাবেই নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত