নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। তাঁর মতে, ‘অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত হবে আমাদের।’ এই মুহূূর্তে ইভিএমে ৩০০ আসনে ভোট করার সামর্থ্য নেই বলেও জানান তিনি।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে বক্তব্য দেওয়ার পর নিজের অবস্থানের কথা জানালেন সিইসি।
তিনি বলেন, ‘ভোট গ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে, কতটা ইভিএমে হবে, কতটা ব্যালটে—এই ব্যাপারটায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিনি। এই ব্যাপারটা পর্যালোচনাধীন রয়েছে।’ তিনি বলেন, ‘অনেকে অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ইতিমধ্যে অনেক সভা করেছি। আগামীতে দু-চারটা সভা হবে। সিদ্ধান্ত হবে আমাদের।’
সিইসি বলেন, ‘ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যত দূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোটগ্রহণের পদ্ধতির বিষয়ে।’
ভোটার হওয়ার জন্য মানুষের উৎসাহ আছে, ভোটের মাঠে কেন মানুষ যায় না—এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ণ করা। যে প্রশ্নটা করেছেন, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
ইভিএমের ভোট আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিয়ে পত্রপত্রিকায় আসছে। আমাদের সহকর্মীরা আপনাদের জানিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আমাদের জানিয়ে তিনি বলেন, ‘হয়তো আপনারা বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে। আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন স্পষ্ট না।’
সিইসি বলেন, ‘যেটা স্পষ্ট করে বলতে চাই, অনেকেও অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই।’
ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত আমাদের (নির্বাচন কমিশনের) ওপর থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার মতামত বিবেচনা করব। আপনারা মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে।’ তিনি জানান, ১০০ আসনে ইভিএমের নির্বাচন করার ক্যাপাসিটি আছে বলে সহকর্মীরা জানিয়েছেন। ৩০০ আসনের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। তাঁর মতে, ‘অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত হবে আমাদের।’ এই মুহূূর্তে ইভিএমে ৩০০ আসনে ভোট করার সামর্থ্য নেই বলেও জানান তিনি।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে বক্তব্য দেওয়ার পর নিজের অবস্থানের কথা জানালেন সিইসি।
তিনি বলেন, ‘ভোট গ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে, কতটা ইভিএমে হবে, কতটা ব্যালটে—এই ব্যাপারটায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিনি। এই ব্যাপারটা পর্যালোচনাধীন রয়েছে।’ তিনি বলেন, ‘অনেকে অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ইতিমধ্যে অনেক সভা করেছি। আগামীতে দু-চারটা সভা হবে। সিদ্ধান্ত হবে আমাদের।’
সিইসি বলেন, ‘ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যত দূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোটগ্রহণের পদ্ধতির বিষয়ে।’
ভোটার হওয়ার জন্য মানুষের উৎসাহ আছে, ভোটের মাঠে কেন মানুষ যায় না—এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ণ করা। যে প্রশ্নটা করেছেন, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
ইভিএমের ভোট আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিয়ে পত্রপত্রিকায় আসছে। আমাদের সহকর্মীরা আপনাদের জানিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আমাদের জানিয়ে তিনি বলেন, ‘হয়তো আপনারা বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে। আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন স্পষ্ট না।’
সিইসি বলেন, ‘যেটা স্পষ্ট করে বলতে চাই, অনেকেও অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই।’
ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত আমাদের (নির্বাচন কমিশনের) ওপর থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার মতামত বিবেচনা করব। আপনারা মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে।’ তিনি জানান, ১০০ আসনে ইভিএমের নির্বাচন করার ক্যাপাসিটি আছে বলে সহকর্মীরা জানিয়েছেন। ৩০০ আসনের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৫ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৬ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৬ ঘণ্টা আগে