নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছেন। তাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। অস্ট্রেলিয়া এই জনগণকে বাংলাদেশে ফেরত আনতে অনুরোধ করেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে যতদ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কীনা জানা নেই। বাংলাদেশে অবস্থান রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। কিছু রোহিঙ্গা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। তারা ইতিমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। আরও কিছু রোহিঙ্গা যাতে নেওয়া হয় সে ব্যাপারে তাদের আবারও অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের ১৯ সদস্যের প্রতিনিধি দল আসার খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে লালগালিচা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার দেওয়া হয়।
অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছেন। তাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। অস্ট্রেলিয়া এই জনগণকে বাংলাদেশে ফেরত আনতে অনুরোধ করেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে যতদ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কীনা জানা নেই। বাংলাদেশে অবস্থান রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। কিছু রোহিঙ্গা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। তারা ইতিমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। আরও কিছু রোহিঙ্গা যাতে নেওয়া হয় সে ব্যাপারে তাদের আবারও অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের ১৯ সদস্যের প্রতিনিধি দল আসার খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে লালগালিচা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার দেওয়া হয়।
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১৮ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
৪১ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
৪৪ মিনিট আগেফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে