নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছেন। তাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। অস্ট্রেলিয়া এই জনগণকে বাংলাদেশে ফেরত আনতে অনুরোধ করেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে যতদ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কীনা জানা নেই। বাংলাদেশে অবস্থান রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। কিছু রোহিঙ্গা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। তারা ইতিমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। আরও কিছু রোহিঙ্গা যাতে নেওয়া হয় সে ব্যাপারে তাদের আবারও অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের ১৯ সদস্যের প্রতিনিধি দল আসার খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে লালগালিচা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার দেওয়া হয়।
অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছেন। তাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। অস্ট্রেলিয়া এই জনগণকে বাংলাদেশে ফেরত আনতে অনুরোধ করেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে যতদ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কীনা জানা নেই। বাংলাদেশে অবস্থান রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। কিছু রোহিঙ্গা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। তারা ইতিমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। আরও কিছু রোহিঙ্গা যাতে নেওয়া হয় সে ব্যাপারে তাদের আবারও অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের ১৯ সদস্যের প্রতিনিধি দল আসার খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে লালগালিচা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার দেওয়া হয়।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৭ ঘণ্টা আগে