নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৮ জনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিন।
অন্য যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁরা হলেন—সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য মো. সাদেক খান।
আটজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। তবে গ্রেপ্তার দেখানোর পর।
আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করেন। পরে তাদের আবার কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
মোহাম্মদপুর থানার শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মো. সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জিয়াউল আহসানকে। জুনাইদ আহমেদ পলককে নিউমার্কেট থানার মুহাম্মদ শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে এই ৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দফায় দফায় বিভিন্ন মামলায় রিমান্ডেও নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর পৃথক পৃথক আবেদনে উল্লেখ করেছেন, সংশ্লিষ্ট মামলার ঘটনার সঙ্গে সাবেক ফ্যাসিস্ট সরকারের দায়িত্বে থাকা এসব ব্যক্তিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তদন্ত জানা যাচ্ছে। মামলাগুলোর তদন্তের স্বার্থে এদেরকে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৮ জনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিন।
অন্য যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁরা হলেন—সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য মো. সাদেক খান।
আটজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। তবে গ্রেপ্তার দেখানোর পর।
আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করেন। পরে তাদের আবার কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
মোহাম্মদপুর থানার শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মো. সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জিয়াউল আহসানকে। জুনাইদ আহমেদ পলককে নিউমার্কেট থানার মুহাম্মদ শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে এই ৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দফায় দফায় বিভিন্ন মামলায় রিমান্ডেও নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর পৃথক পৃথক আবেদনে উল্লেখ করেছেন, সংশ্লিষ্ট মামলার ঘটনার সঙ্গে সাবেক ফ্যাসিস্ট সরকারের দায়িত্বে থাকা এসব ব্যক্তিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তদন্ত জানা যাচ্ছে। মামলাগুলোর তদন্তের স্বার্থে এদেরকে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুজন প্রকল্প পরিচালকের (পিডি) দুটি দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই শতাধিক ঠিকাদার। জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে তাঁরা কয়েক হাজার শিডিউল কিনেছিলেন। প্রতিটি শিডিউলের মূল্য ছিল এক হাজার টাকা। এই টাকা আ
৬ ঘণ্টা আগেপাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুঁড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াত ও বিএনপি-সমর্থিত কিছু লোক ঘর স্থাপন করা ওই জমি নিজেদের দাবি করে পরিবারগুলোকে জোর করে তুলে দিয়েছে। একই সঙ্গে ঘর ভেঙে সবকি
৬ ঘণ্টা আগেবাবা আনারুল ইসলাম খেতে দিনমজুরের কাজ করেন। শারীরিকভাবেও অসুস্থ। মা শিল্পী খাতুন বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করেন। এভাবেই চলছে সংসার। এই পরিবারের সন্তান মো. মেহেদী হাসান অভাব-অনটন জয় করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর সাফল্যে পরিবারে খুশির বন্যা বয়ে গেলেও পড়াশোনার খরচ চালিয়ে নে
৬ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রকল্পে ব্যবহারের অজুহাতে কুশিয়ারা নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন; যা অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে ফসল রক্ষা বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ ১৫০ কোটি টাকার রানীগঞ্জ সেতু।
৬ ঘণ্টা আগে