ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মৃতিতে ফুল দিতে যাওয়ার সময় উপজেলা বিএনপির র্যালিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির র্যালি থেকে পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের হামলাকারীরা পালিয়ে যায়।
দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম কুন্টু জানান, আজ সকাল সাড়ে ৮টার সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী র্যালিসহ শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে গেলে ইউএনও অফিসের ক্লার্ক বলেন, রমজানের মাস হওয়াতে ইউএনও স্যার বলেছেন, সকাল ৯টায় ফুল দেওয়া শুরু হবে। এ জন্য আপনারা পরে আসুন। তখন আমরা র্যালি নিয়ে খাদ্যগুদামের কাছে পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদের নেতৃত্বে রতন, আকাশ, সাকিব, শিহাব, রাসেল, ডিপু, সুমনসহ ছাত্রলীগের ১৫/২০ জন ক্যাডার লাঠি, রড, লোহার পাইপ নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় শ্রমিক দল নেতা মো. শাহমুদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শাহাদত, শ্রমিক দল নেতা টিপু সুলতানসহ ৫ জন আহত হয়। এর মধ্যে মো. শাহমুদ্দিনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ বলেন, ‘বিএনপির লোকজন আমাদের সঙ্গে গ্যাঞ্জাম করেছে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ছাত্রলীগের ছেলেরাও আহত হয়েছে।’
এ হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের সম্মান জানাতেও আজ বাধা দেওয়া হচ্ছে। আসলে এ সরকারের গুন্ডা বাহিনীর অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেছে। এখনই এদের নিয়ন্ত্রণ করুন, নয়তো জনরোষে এরা পালাবার পথ পাবে না।’
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মৃতিতে ফুল দিতে যাওয়ার সময় উপজেলা বিএনপির র্যালিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির র্যালি থেকে পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের হামলাকারীরা পালিয়ে যায়।
দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম কুন্টু জানান, আজ সকাল সাড়ে ৮টার সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী র্যালিসহ শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে গেলে ইউএনও অফিসের ক্লার্ক বলেন, রমজানের মাস হওয়াতে ইউএনও স্যার বলেছেন, সকাল ৯টায় ফুল দেওয়া শুরু হবে। এ জন্য আপনারা পরে আসুন। তখন আমরা র্যালি নিয়ে খাদ্যগুদামের কাছে পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদের নেতৃত্বে রতন, আকাশ, সাকিব, শিহাব, রাসেল, ডিপু, সুমনসহ ছাত্রলীগের ১৫/২০ জন ক্যাডার লাঠি, রড, লোহার পাইপ নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় শ্রমিক দল নেতা মো. শাহমুদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শাহাদত, শ্রমিক দল নেতা টিপু সুলতানসহ ৫ জন আহত হয়। এর মধ্যে মো. শাহমুদ্দিনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ বলেন, ‘বিএনপির লোকজন আমাদের সঙ্গে গ্যাঞ্জাম করেছে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ছাত্রলীগের ছেলেরাও আহত হয়েছে।’
এ হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের সম্মান জানাতেও আজ বাধা দেওয়া হচ্ছে। আসলে এ সরকারের গুন্ডা বাহিনীর অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেছে। এখনই এদের নিয়ন্ত্রণ করুন, নয়তো জনরোষে এরা পালাবার পথ পাবে না।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে