জবি সংবাদদাতা
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরেক সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষককে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এসব তথ্য জানান।
দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসী ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমন।
অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ‘গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসীর বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় সিন্ডিকেটে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সেই জবাবও চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়ায় সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে দ্বিতীয়বারের মতো কারণ দর্শানোর নোটিশ, অর্থাৎ কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না—সেই জবাব চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগেই তাঁকে সাময়িক বরখাস্ত ও প্রথম নোটিশ দেওয়া হয়েছিল।
নূরে আলম আব্দুল্লাহ বলেন, আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা না দেওয়ায় এ বিষয়ে সিন্ডিকেট সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। তদন্ত প্রতিবেদন পেলে সেই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বারবার শিক্ষাছুটি নিয়ে তা শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউল হক শেখকে স্থায়ী বরখাস্ত করেছে সিন্ডিকেট।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, জিয়াউল হক শেখের বিরুদ্ধে দুবার শিক্ষাছুটি নিয়ে তা শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে ফিরে না আসার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরেক সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষককে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এসব তথ্য জানান।
দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসী ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমন।
অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ‘গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসীর বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় সিন্ডিকেটে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সেই জবাবও চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়ায় সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে দ্বিতীয়বারের মতো কারণ দর্শানোর নোটিশ, অর্থাৎ কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না—সেই জবাব চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগেই তাঁকে সাময়িক বরখাস্ত ও প্রথম নোটিশ দেওয়া হয়েছিল।
নূরে আলম আব্দুল্লাহ বলেন, আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা না দেওয়ায় এ বিষয়ে সিন্ডিকেট সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। তদন্ত প্রতিবেদন পেলে সেই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বারবার শিক্ষাছুটি নিয়ে তা শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউল হক শেখকে স্থায়ী বরখাস্ত করেছে সিন্ডিকেট।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, জিয়াউল হক শেখের বিরুদ্ধে দুবার শিক্ষাছুটি নিয়ে তা শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে ফিরে না আসার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে