Ajker Patrika

নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন প্রত্যাহার 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি:
নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন প্রত্যাহার 

সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা দাবি আদায়ের পর তৃতীয় দিনে উত্তরা থেকে তাদের আমরণ কর্মসূচি প্রত্যাহার করেছে।

উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি সড়কের ৭ নম্বর বাসার চেয়ারম্যানের ভবনের সামনে থেকে আজ বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে যায়।

এর আগে আদালতে হাসপাতাল কর্তৃপক্ষের করা রিট তুলে নিয়ে তাদেরকে মাইগ্রেশনের মাধ্যমে অন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থার দাবিতে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

অনশনকালে শিক্ষার্থীরা জানিয়েছিল, হাসপাতালটির স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর কোন অনুমোদন ছিল না। শুধু মাত্র একটি রিটের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ভর্তি করানো হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা দুই বছর লেখাপড়া থেকে বঞ্চিত ছিল।

আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের পর নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালটি চতুর্থ বর্ষের ছাত্র ইমরান খান ইমন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আদালত থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের করা রিট তুলে নিয়েছে। আগামী রোববার মাইগ্রেশন দেওয়ার বাকি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করবে। সেই সঙ্গে তারা (কর্তৃপক্ষ) মাইগ্রেশনের সব ব্যবস্থা করার আশ্বাস দিলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি।’

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীরা তাদের সব দাবি দাওয়া আদায়ের পর তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে। আমরণ অনশন ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত