উত্তরা (ঢাকা) প্রতিনিধি:
সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা দাবি আদায়ের পর তৃতীয় দিনে উত্তরা থেকে তাদের আমরণ কর্মসূচি প্রত্যাহার করেছে।
উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি সড়কের ৭ নম্বর বাসার চেয়ারম্যানের ভবনের সামনে থেকে আজ বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে যায়।
এর আগে আদালতে হাসপাতাল কর্তৃপক্ষের করা রিট তুলে নিয়ে তাদেরকে মাইগ্রেশনের মাধ্যমে অন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থার দাবিতে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
অনশনকালে শিক্ষার্থীরা জানিয়েছিল, হাসপাতালটির স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর কোন অনুমোদন ছিল না। শুধু মাত্র একটি রিটের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ভর্তি করানো হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা দুই বছর লেখাপড়া থেকে বঞ্চিত ছিল।
আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের পর নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালটি চতুর্থ বর্ষের ছাত্র ইমরান খান ইমন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আদালত থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের করা রিট তুলে নিয়েছে। আগামী রোববার মাইগ্রেশন দেওয়ার বাকি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করবে। সেই সঙ্গে তারা (কর্তৃপক্ষ) মাইগ্রেশনের সব ব্যবস্থা করার আশ্বাস দিলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীরা তাদের সব দাবি দাওয়া আদায়ের পর তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে। আমরণ অনশন ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা দাবি আদায়ের পর তৃতীয় দিনে উত্তরা থেকে তাদের আমরণ কর্মসূচি প্রত্যাহার করেছে।
উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি সড়কের ৭ নম্বর বাসার চেয়ারম্যানের ভবনের সামনে থেকে আজ বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে যায়।
এর আগে আদালতে হাসপাতাল কর্তৃপক্ষের করা রিট তুলে নিয়ে তাদেরকে মাইগ্রেশনের মাধ্যমে অন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থার দাবিতে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
অনশনকালে শিক্ষার্থীরা জানিয়েছিল, হাসপাতালটির স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর কোন অনুমোদন ছিল না। শুধু মাত্র একটি রিটের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ভর্তি করানো হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা দুই বছর লেখাপড়া থেকে বঞ্চিত ছিল।
আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের পর নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালটি চতুর্থ বর্ষের ছাত্র ইমরান খান ইমন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আদালত থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের করা রিট তুলে নিয়েছে। আগামী রোববার মাইগ্রেশন দেওয়ার বাকি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করবে। সেই সঙ্গে তারা (কর্তৃপক্ষ) মাইগ্রেশনের সব ব্যবস্থা করার আশ্বাস দিলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীরা তাদের সব দাবি দাওয়া আদায়ের পর তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে। আমরণ অনশন ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২৩ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে