Ajker Patrika

দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৫: ১৩
দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও কৃষি উদ্যোক্তা দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় মর্নিং সান-৫ লঞ্চের ছয়জন স্টাফকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এটি একটি দুর্ঘটনা ও অবহেলাজনিত মৃত্যুর ঘটনা বলে দাবি করছে পুলিশের এই সংস্থা। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন লঞ্চে কর্মরত দুজন মাস্টার, দুজন ইঞ্জিন ড্রাইভার, একজন সুকানি এবং একজন সুপারভাইজার। 

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবি লালবাগ জোনের ডিসি মশিউর রহমান। তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা এবং অবহেলাজনিত মৃত্যু। ঘটনার দিন দুরন্ত বিপ্লব যে খেয়া নৌকায় করে নদী পার হচ্ছিলেন, সেটিকে ঢাকা-বরিশাল রুটে চলাচল করা মর্নিং সান-৫ নামের লঞ্চটি ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের উদ্ধার করতে পারলেও দুরন্ত বিপ্লব সাঁতারে পটু না থাকায় এবং প্যানিক অ্যাটাক হয়ে পানিতে ডুবে মারা যায়ন বলে আমাদের তদন্তে প্রতীয়মান হয়েছে। মাথায় ও গলার আঘাত দুর্ঘটনার সময় কিংবা পানিতে ভেসে যাওয়ার সময় লাগতে পারে।’

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া লঞ্চের স্টাফরা হলেন প্রথম মাস্টার হাফেজ মো. সাইদুর রহমান (৩৮), দ্বিতীয় মাস্টার আলামিন (৩৫), প্রথম ইঞ্জিন ড্রাইভার মো. মাসুদ রানা (৩৮), দ্বিতীয় ইঞ্জিন ড্রাইভার ইমন হোসেন (২৩) সুকানী মো. সালমান এবং সুপারভাইজার ইব্রাহীম খলিল (২৯)।

চলতি মাসের ৭ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব কেরানীগঞ্জের কোনাখোলা এলাকা থেকে জিনজিরা-সোয়ারীঘাট হয়ে ঢাকায় আসার পথে নিখোঁজ হন। পাঁচ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতে মরদেহটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে নিশ্চিত করেন তাঁর আত্মীয়স্বজন। দুরন্তের নিখোঁজ হওয়ার বিষয়ে প্রথমে একটি সাধারণ ডায়েরি এবং পরে মৃত্যুসংক্রান্ত নিয়মিত মামলা করা হয়।

ঘটনার দিন জিনজিরা ঘাট থেকে সোয়ারীঘাটে চলাচলকারী খেয়া নৌকার মাঝি শামসু মিয়াকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ জানায়, মাগরিবের নামাজের সময় পাঁচজন যাত্রী নিয়ে তাঁর নৌকা মাঝ নদীতে এলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মর্নিং সান-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায় এবং যাত্রীরা পানিতে ডুবে যান। কিছুক্ষণের মধ্যে অন্য নৌকা এসে কয়েকজনকে উদ্ধার করতে পারলেও একজন ডুবে যান।

গ্রেপ্তার ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ করে আইনি প্রক্রিয়া মেনে আদালতে সোপর্দ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত