Ajker Patrika

জিয়ার খেতাব বিষয়ে সিদ্ধান্ত প্রতিবেদনের ভিত্তিতে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০: ৩৮
জিয়ার খেতাব বিষয়ে সিদ্ধান্ত প্রতিবেদনের ভিত্তিতে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের বিষয়ে এ সংক্রান্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, এখন যেহেতু কোভিডের কারণে সব বন্ধ আছে, আমি ঠিক জানি না তাদের (কমিটি) অগ্রগতি কী। এখনও তাদের নির্ধারিত সময় শেষ হয়নি। রিপোর্ট পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

আজ সচিবালয় ক্লিনিকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

গত ফেব্রুয়ারির শুরুতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব ছাড়াও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, এবিএমএইচ নূর চৌধুরী, রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিন ওরফে মোসলেম উদ্দিনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সুপারিশ করে।

পরে তাদের খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জামুকার সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সংসদ সদস্য শাজাহান খান ও মো. রশিদুল আলম আলমকে ওই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এই কমিটিকে দুই মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত