নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের গাড়িচালকের লাইসেন্স দেখতে চাইলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন গাড়িতে থাকা পুলিশ সদস্য। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে তার হাত কেটে যায়।
বুধবার বেলা ১টার দিকে রামপুরা ব্রিজে সড়ক অবরোধকালে এই ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছে। কিন্তু যাদের সড়ক নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। তারা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেনি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়।
সরেজমিনে দেখা যায়, গাড়ির লাইসেন্স না দেখাতে পারা ও শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ায় রামপুরায় আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দেখা যায়, পুলিশের গাড়ি আটকানো, পুলিশের গাড়ির ওপরে উঠে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করেন। পরে পুলিশের গাড়িটি রাস্তার পাশে নিয়ে আসা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’
খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করেছে। তবে শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’
বরাবরের মতো রাস্তা বন্ধ করে আন্দোলন করলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে ছাত্ররা। হাফ ভাড়া দেওয়ার শর্তে মানা অনেক গণপরিবহনও ছাড়তে দেখা গেছে।
রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের গাড়িচালকের লাইসেন্স দেখতে চাইলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন গাড়িতে থাকা পুলিশ সদস্য। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে তার হাত কেটে যায়।
বুধবার বেলা ১টার দিকে রামপুরা ব্রিজে সড়ক অবরোধকালে এই ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছে। কিন্তু যাদের সড়ক নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। তারা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেনি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়।
সরেজমিনে দেখা যায়, গাড়ির লাইসেন্স না দেখাতে পারা ও শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ায় রামপুরায় আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দেখা যায়, পুলিশের গাড়ি আটকানো, পুলিশের গাড়ির ওপরে উঠে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করেন। পরে পুলিশের গাড়িটি রাস্তার পাশে নিয়ে আসা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’
খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করেছে। তবে শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’
বরাবরের মতো রাস্তা বন্ধ করে আন্দোলন করলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে ছাত্ররা। হাফ ভাড়া দেওয়ার শর্তে মানা অনেক গণপরিবহনও ছাড়তে দেখা গেছে।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে