Ajker Patrika

পরকীয়ায় বাধা দেওয়ায় ডাকাতির নাটক সাজিয়ে হত্যা করা হয় স্ত্রীকে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১৬: ৪১
পরকীয়ায় বাধা দেওয়ায় ডাকাতির নাটক সাজিয়ে হত্যা করা হয় স্ত্রীকে 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদের কেনাকাটা করে দেওয়ার নাম করে শ্বাসরোধে হত্যা করা হয় স্ত্রী মৌসুমিকে। স্বামীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোর কারণে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সাজানো হয় ডাকাতির নাটক। স্বামী শরিফুলের ইসলাম রাসেলের সহযোগী রাজিব হোসেন ও আরজুকে গ্রেপ্তারের পর এমন তথ্য বেরিয়ে এসেছে। 

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম। অভিযুক্ত স্বামী রাসেল একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন বলে জানায় পুলিশ। 

তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গত ১৯ এপ্রিল ঈদের তিন দিন আগে শরিফুল ইসলাম স্ত্রীকে ঈদ শপিং করে দেওয়ার কথা বলে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেটে নিয়ে আসে। শপিং শেষে স্ত্রীকে ওঠায় আগে থেকে ঠিক করে রাখা একটি হাইয়েস গাড়িতে। সেখানেই শ্বাসরোধ করে হত্যা করা হয় মৌসুমিকে। এরপর ঘটনাটি ডাকাতির নাটক সাজানো হয়। বন্ধু আরজুকে দিয়ে পিঠে ধারালো অস্ত্রের আঘাত করে পরিবারকে ফোন দিয়ে জানায় কল্পিত ডাকাতের কথা। আহত অবস্থায় শরিফুল ভর্তি হয় হাসপাতালে। ঘটনার পরদিন নিহতের ভাই শাহজালাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফুলকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে। 

পুলিশ সুপার আরও বলেন, বেশ কিছুদিন মামলার রহস্য উদ্‌ঘাটন করতে না পেরে মামলার দায়িত্ব পায় ডিবি পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় গাড়ি চালক রাজিব হোসেন ও বন্ধু আরজুকে। গ্রেপ্তারের পরপরেই তারা পুলিশের কাছে হত্যার বর্ণনা দেয়। এই ঘটনায় শরিফুল ইসলামকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে যেসব নারীদের সঙ্গে শরিফুলের সম্পর্ক ছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত