উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বিমানবন্দর ও গাজীপুরের টঙ্গী থেকে আটজন ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১। বিমানবন্দর গোলচত্বরের পূর্ব পাশ ও টঙ্গীর পশ্চিম পাশের সড়ক উপবিভাগ কার্যালয়ের সামনে থেকে শনিবার (২৫ মে) তাদের গ্রেপ্তার করে র্যাব। আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার হওয়া ওই ছিনতাইকারীরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আ. অলির ছেলে ও ছিনতাইকারী চক্রের দলনেতা হৃদয় হোসেন (২৮), কিশোরগঞ্জের বাজিতপুরের আলী আকবরের ছেলে ও দলনেতা মো. সাগর (২২), একই উপজেলার মৃত সুরুজ আলীর ছেলে আলী হোসেন (২২), বরগুনা সদরের মৃত শাহআলম আখন্দের ছেলে মো. রুবেল (৩২), কুমিল্লার তিতাসের মৃত মকবুল হোসেনের ছেলে এমরান হোসেন (২৮), জামালপুর সদরের মো. নুক্কুর ছেলে মো. শান্ত (২২), পাবনার আটঘরিয়া উপজেলার নজরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মৃত খায়রুল মিয়ার ছেলে মোবারক মিয়া (২২)।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত আটটি ছুরি, তিনটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বিমানবন্দর গোলচত্বর ও টঙ্গী এলাকায় ছিনতাইকারীরা দেশীয় মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও দুই দলনেতাসহ আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাহফুজ বলেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে সম্মিলিত হয়ে একে অপরের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতেন বলে স্বীকার করেছেন।
রাজধানীর বিমানবন্দর ও গাজীপুরের টঙ্গী থেকে আটজন ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১। বিমানবন্দর গোলচত্বরের পূর্ব পাশ ও টঙ্গীর পশ্চিম পাশের সড়ক উপবিভাগ কার্যালয়ের সামনে থেকে শনিবার (২৫ মে) তাদের গ্রেপ্তার করে র্যাব। আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার হওয়া ওই ছিনতাইকারীরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আ. অলির ছেলে ও ছিনতাইকারী চক্রের দলনেতা হৃদয় হোসেন (২৮), কিশোরগঞ্জের বাজিতপুরের আলী আকবরের ছেলে ও দলনেতা মো. সাগর (২২), একই উপজেলার মৃত সুরুজ আলীর ছেলে আলী হোসেন (২২), বরগুনা সদরের মৃত শাহআলম আখন্দের ছেলে মো. রুবেল (৩২), কুমিল্লার তিতাসের মৃত মকবুল হোসেনের ছেলে এমরান হোসেন (২৮), জামালপুর সদরের মো. নুক্কুর ছেলে মো. শান্ত (২২), পাবনার আটঘরিয়া উপজেলার নজরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মৃত খায়রুল মিয়ার ছেলে মোবারক মিয়া (২২)।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত আটটি ছুরি, তিনটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বিমানবন্দর গোলচত্বর ও টঙ্গী এলাকায় ছিনতাইকারীরা দেশীয় মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও দুই দলনেতাসহ আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাহফুজ বলেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে সম্মিলিত হয়ে একে অপরের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতেন বলে স্বীকার করেছেন।
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
১০ মিনিট আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৪০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে