নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক ধরে ২ নম্বর রেলগেট অভিমুখে যাত্রা করে।
এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হন। তবে আজ শহরে কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
গতকাল শুক্রবার রাতে আজ শনিবার বিক্ষোভ ও পরদিন রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেয় কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার রাত ৮টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে এক বিবৃতি পাঠান। একই সঙ্গে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেন। আন্দোলনের সব সমন্বয়ক এ বিষয়ে ওয়াকিবহাল কি না জানতে চাইলে মাহিন হোয়াটসঅ্যাপ মেসেজে জানান, ‘সবাই ওয়াকিবহাল আছেন।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা হয়।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক ধরে ২ নম্বর রেলগেট অভিমুখে যাত্রা করে।
এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হন। তবে আজ শহরে কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
গতকাল শুক্রবার রাতে আজ শনিবার বিক্ষোভ ও পরদিন রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেয় কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার রাত ৮টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে এক বিবৃতি পাঠান। একই সঙ্গে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেন। আন্দোলনের সব সমন্বয়ক এ বিষয়ে ওয়াকিবহাল কি না জানতে চাইলে মাহিন হোয়াটসঅ্যাপ মেসেজে জানান, ‘সবাই ওয়াকিবহাল আছেন।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা হয়।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৮ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৯ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২১ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২২ মিনিট আগে