দক্ষিণখানের ২ আওয়ামী লীগ নেতা বংশাল থেকে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৩: ০২

হত্যাচেষ্টার মামলায় রাজধানীর বংশাল থেকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে রায় সাহেব এলাকা তাঁদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ। 

গ্রেপ্তারেরা হলেন—দক্ষিণখান আশকোনা ডিলার বাড়ির কমর উদ্দিনের ছেলে ও আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) এবং একই বাড়ির রোকন আলীর ছেলে ও দক্ষিণখান থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬)। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, ‘গত ৪ আগস্ট বিমানবন্দরের ১ নং সেক্টরের মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যান্যদের সঙ্গে ভিকটিম এনামুল হক মিহন (১৬) অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ ১৪ দলের সহস্রাধিক নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর লাঠিচার্জ ও এলোপাতাড়ি গুলি করে। এতে ভিকটিম এনামুল হক মিহন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরবর্তীতে আন্দোলনরত ছাত্র-জনতা তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।’ 

তিনি বলেন, ‘এ ঘটনায় গত ৫ অক্টোবর ডিএমপির বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ওই মামলায় ১৫৯ জনের নাম উল্লেখ করে এবং সহস্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। মামলার ৭১ নম্বর আসামি সাত্তার ডিলার এবং ৭৩ নম্বর আসামি সুজন ডিলার।’ 

ওসি এরশাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বংশালের রায়সাহেব বাজার এলাকা থেকে পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাত্তার ডিলার ও সুজন ডিলারকে গ্রেপ্তার করা হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত