Ajker Patrika

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান। তিনি জানান, গতকাল বুধবার বিকেল তিনটার দিকে জ্বর নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু জ্বর শনাক্ত হয়।

মৃত ব্যক্তির নাম—আলমগীর মিয়া (৫২)। দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আলমগীর বুধবার বিকেলে তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়ার পর তার পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। পরে আজ (বৃহস্পতিবার) সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ২ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত