Ajker Patrika

কালিয়াকৈরে গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৪: ৫৩
কালিয়াকৈরে গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা টাঙ্গাইলের মির্জাপুরে একটি গায়েহলুদের অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন।

নিহত দুজন হলেন উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন হৃদয় (২৬) ও তাঁর স্ত্রী তানজিম বকশী (২১)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আসিফ ও তাঁর স্ত্রী তানজিম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় এক আত্মীয়ের গায়েহলুদের অনুষ্ঠানে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির বাস তাঁদের দুজনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত