Ajker Patrika

ঢাবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখা বন্ধ, জানাল নগদ ও ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭: ১৩
ঢাবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখা বন্ধ, জানাল নগদ ও ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনটি ভেন্যুতে মোবাইল ব্যাংকিং সেবা নগদের অর্থায়নে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। তবে ‘অনিবার্য কারণে’ কাতার বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখানো হবে না।

নগদের হেড অব পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সেমিফাইনাল থেকে যথারীতি বড় পর্দায় খেলা দেখানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বড় পর্দায় দেখানো হবে না উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ৷

সাদ্দাম হোসেন তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বিশ্বকাপ ফুটবলের আজকের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল অংশগ্রহণ করতে যাবে। স্বাভাবিকভাবেই এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার বহিরাগতদের খেলা দেখতে না আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর, টিএসসির সড়ক দ্বীপ ও হাজি মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত