নারায়ণগঞ্জ প্রতিনিধি
দুই মাসের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুরে শহরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান রেলমন্ত্রী। চাষাঢ়া রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি-সংক্রান্ত জটিলতা সরেজমিন পরিদর্শনে আসেন তিনি।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে পদ্মা সেতুর রেল সংযোগ প্রজেক্টের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আমার ধারণা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তখন আবার আমরা ট্রেন চালু করতে পারব।’
মন্ত্রী বলেন, বাংলাদেশের সব যানবাহনের ভাড়া বেড়েছে। শুধু রেলপথে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ট্রেন হচ্ছে সেবামূলক। সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই সব কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আজকের পরিদর্শনের মূল বিষয় আমাদের কাজে সমন্বয় তৈরি করা। বিশেষ করে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের কিছু জায়গা রয়েছে, যা ফার্স্ট গেট থেকে স্টেশন পর্যন্ত। ডাবল লাইন যেহেতু হচ্ছে, তাই আমাদের কিছু জায়গাসংকট পড়েছিল। সড়কের কিছু অংশ যদি রেলওয়ের কাছে আসে, তাহলেই এই সমস্যা আর থাকে না। অনেকের ধারণা ছিল, রাস্তাই তাতে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ মেয়র ও আমি সরেজমিন রাস্তা পরিদর্শন করলাম। সেটি দেখতেই আমাদের আসা। রেলওয়ের অন্য কর্মকর্তারাও দেখেছেন।’
সুজন বলেন, ‘ডাবল লেনের কাজ অনেকটা থিওরিটিক্যালি বন্ধের উপক্রম হয়েছিল। এই রেলপথ নারায়ণগঞ্জবাসীর জন্যই হচ্ছে। আমার মনে হয়, কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। ডাবল লেন হলে কমপক্ষে ৫০টি ট্রেন আপ-ডাউন করতে পারবে। জনগণের সমস্যা সমাধানেই আমাদের ছুটে আসা।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, রেলওয়ে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।
দুই মাসের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুরে শহরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান রেলমন্ত্রী। চাষাঢ়া রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি-সংক্রান্ত জটিলতা সরেজমিন পরিদর্শনে আসেন তিনি।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে পদ্মা সেতুর রেল সংযোগ প্রজেক্টের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আমার ধারণা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তখন আবার আমরা ট্রেন চালু করতে পারব।’
মন্ত্রী বলেন, বাংলাদেশের সব যানবাহনের ভাড়া বেড়েছে। শুধু রেলপথে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ট্রেন হচ্ছে সেবামূলক। সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই সব কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আজকের পরিদর্শনের মূল বিষয় আমাদের কাজে সমন্বয় তৈরি করা। বিশেষ করে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের কিছু জায়গা রয়েছে, যা ফার্স্ট গেট থেকে স্টেশন পর্যন্ত। ডাবল লাইন যেহেতু হচ্ছে, তাই আমাদের কিছু জায়গাসংকট পড়েছিল। সড়কের কিছু অংশ যদি রেলওয়ের কাছে আসে, তাহলেই এই সমস্যা আর থাকে না। অনেকের ধারণা ছিল, রাস্তাই তাতে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ মেয়র ও আমি সরেজমিন রাস্তা পরিদর্শন করলাম। সেটি দেখতেই আমাদের আসা। রেলওয়ের অন্য কর্মকর্তারাও দেখেছেন।’
সুজন বলেন, ‘ডাবল লেনের কাজ অনেকটা থিওরিটিক্যালি বন্ধের উপক্রম হয়েছিল। এই রেলপথ নারায়ণগঞ্জবাসীর জন্যই হচ্ছে। আমার মনে হয়, কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। ডাবল লেন হলে কমপক্ষে ৫০টি ট্রেন আপ-ডাউন করতে পারবে। জনগণের সমস্যা সমাধানেই আমাদের ছুটে আসা।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, রেলওয়ে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।
নেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
১১ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগে