রবিউল আলম
ছেলে আর ভাতিজার খোঁজে আজ শুক্রবার বিকেলে ঢামেকের মর্গের সামনে হাজির রিকশাচালক কবির হোসেন। হাতে একটি ছেলের ছবি। সে ছবি দেখিয়ে বলছেন এটা আমার ছেলে। আমি তাঁকে খুঁজছি।
কবির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে জানতে পারি নারায়ণগঞ্জের একটি কারখানায় আগুন লেগেছে। তখন জানতাম না আমার ছেলে রাকিব হোসেন (১৭) ও ভাতিজা হাসনাইন (১২) যে কারখানায় কাজ করে সেখানকার ঘটনা এটি। পরে সন্ধ্যা ৭টার বিষয়টি দিকে জানতে পারি। শুনেই গাজিপুর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছুটে যাই। কিন্তু ছেলে আর ভাতিজার খবর পাইনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, যারা মারা গেছেন তাঁদের সবার লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুনেই ঢামেকের উদ্দেশ্যে রওনা দিই।
কবির হোসেন কাঁদতে কাঁদতে বলেন, গত ৩ দিন আগে ছেলের সঙ্গে মোবাইলে শেষ কথা হয়েছিল তাঁর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছেলে আর ভাতিজাকে কয়েকশতবার কল দিয়েছি। কিন্তু কয়েক মিনিট পর থেকেই তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। প্রতি মাসে আমার ছেলে বাড়িতে ৫ হাজার টাকা করে পাঠাত। তিন ছেলেমেয়ের মধ্যে রাকিব সবার বড়। কিন্তু এই আগুন যে আমার কপালে লাগবে তা বুঝি নাই।
উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫২ জনের লাশ ঢামেকের মর্গে পাঠানো হয়।
ছেলে আর ভাতিজার খোঁজে আজ শুক্রবার বিকেলে ঢামেকের মর্গের সামনে হাজির রিকশাচালক কবির হোসেন। হাতে একটি ছেলের ছবি। সে ছবি দেখিয়ে বলছেন এটা আমার ছেলে। আমি তাঁকে খুঁজছি।
কবির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে জানতে পারি নারায়ণগঞ্জের একটি কারখানায় আগুন লেগেছে। তখন জানতাম না আমার ছেলে রাকিব হোসেন (১৭) ও ভাতিজা হাসনাইন (১২) যে কারখানায় কাজ করে সেখানকার ঘটনা এটি। পরে সন্ধ্যা ৭টার বিষয়টি দিকে জানতে পারি। শুনেই গাজিপুর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছুটে যাই। কিন্তু ছেলে আর ভাতিজার খবর পাইনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, যারা মারা গেছেন তাঁদের সবার লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুনেই ঢামেকের উদ্দেশ্যে রওনা দিই।
কবির হোসেন কাঁদতে কাঁদতে বলেন, গত ৩ দিন আগে ছেলের সঙ্গে মোবাইলে শেষ কথা হয়েছিল তাঁর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছেলে আর ভাতিজাকে কয়েকশতবার কল দিয়েছি। কিন্তু কয়েক মিনিট পর থেকেই তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। প্রতি মাসে আমার ছেলে বাড়িতে ৫ হাজার টাকা করে পাঠাত। তিন ছেলেমেয়ের মধ্যে রাকিব সবার বড়। কিন্তু এই আগুন যে আমার কপালে লাগবে তা বুঝি নাই।
উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫২ জনের লাশ ঢামেকের মর্গে পাঠানো হয়।
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগে