সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
করোনাকালে খাদ্যসংকটে পড়ে সরকারি সহায়তা নম্বর ৩৩৩-এ কল দিয়েছিলেন ফরিদ উদ্দিন আহমেদ। এই একটি ফোনকল যে জীবনে এমন ঝড় বয়ে আনবে তা ঘুণাক্ষরেও ভাবেননি তিনি। ত্রাণ চেয়ে উল্টো জরিমানা গুনতে হয়েছিল তাঁকে। ঘটনার এক বছর পরও সেই দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের সেই ফরিদ উদ্দিনের পরিবারকে। সমাজে ছোট হয়েছেন, সেই সঙ্গে অবিশ্বাস থেকে দূরত্ব বেড়েছে আত্মীয়স্বজনদের সঙ্গে।
আজ শনিবার সরেজমিনে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের নাগবাড়ি এলাকায় গিয়ে কথা হয় ফরিদ উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে। বাড়ির প্রবেশপথে সরু গলি পেরিয়ে অসমাপ্ত চারতলা ভবনের ছাদে টিনশেডের দুটি কক্ষ। এখানেই বসবাস করে ফরিদ উদ্দিনের পরিবার। এই বাড়ির অন্যান্য ফ্লোরে ফরিদ উদ্দিনের ভাই-বোনদের অংশ রয়েছে।
স্বামী, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ছোট একটি পরিবার। ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী। ফরিদ উদ্দিন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বড় মেয়ে সরকারি মহিলা কলেজে স্নাতক শ্রেণিতে পড়ছেন। ছেলের নামে তিন মাস অন্তর ২ হাজার ২০০ টাকা সরকারি ভাতা আসে। বাড়ির ছাদে কিছু কবুতর পালন করে সংসারে বাড়তি আয়ের চেষ্টা তাঁদের। মোটকথা ফরিদের পরিবার সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফরিদ উদ্দিনকে ওই সময় বাড়িতে পাওয়া যায়নি। তিনি রয়েছেন পুরোনো কর্মস্থলে—হোসিয়ারি কারখানায় কাটিংয়ের কাজ করেন এখনো। স্ট্রোক করার পর থেকে ভারী কাজ করতে পারেন না। প্রতি মাসে তাঁর রোজগার ১২ হাজার টাকা। উত্তরাধিকারসূত্রে চারতলা বাড়ির চতুর্থ তলায় মাথা গোঁজার ঠাঁই হয়েছে বলে বাড়িভাড়ার খরচ থেকে বেঁচে গেছেন।
আলাপকালে ফরিদ উদ্দিন আহম্মেদের স্ত্রী উম্মে কুলসুম (৫০) হাসিমুখে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। খেয়েপরে বেঁচে আছি। উনি (ফরিদ উদ্দিন) হোসিয়ারিতে কাজ করে। যা বেতন পায় তাতে চালায় আল্লাহ। মেয়েটা অনার্স থার্ড ইয়ারে পড়তাছে। ওর একটা চাকরি হইলে ভালো হইত। মানুষের কাছে হাত পাইতা কিছু নিব না। যা আল্লাহ খাওয়ায় পরায় ওতেই সন্তুষ্ট।’
সরকারি ত্রাণ চাওয়ায় উল্টো জরিমানা দেওয়ার পর কোনো সহায়তা এসেছিল জানতে চাইলে উম্মে কুলসুম বলেন, ‘ঢাকা থেকে এক ছাত্রনেতা (গোলাম রাব্বানী) আইসা সহায়তা করল। আর খন্দকার কাউন্সিলরের লোকজনও কিছু চাল-ডাল দিসিলো। সব মিলায়া তিন মাসের খাবার হইসিল আমাদের। এরপর আর কেউ আমাগো সহায়তা করে নাই। কিন্তু এই ঘটনার পর আমার আত্মীয়স্বজনেরা মনে করছে আমাগো লাখ লাখ টাকা দিয়া গেছে মাইনষে। এসব নিয়া সম্পর্ক খারাপ হইসে। অথচ আমরা জরিমানার টাকা ছাড়া আর তেমন কিছুই পাই নাই। তার ওপর সমাজের লোকলজ্জা তো আছেই।’
এমন ঘটনায় কোনো আক্ষেপ বা ক্ষোভ আছে কি না, জানতে চাইতেই চোখ ভিজে আসে উম্মে কুলসুমের। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার কারও প্রতি ক্ষোভ নাই। কপালে ছিল তাই হইসে। তয় আগে যদি জানতাম ফোন দিলে এত কিছু হইব, তাইলে সরকারের কাছে হাত পাততাম না। একটা ফোনে কত কিছু ঘইটা গেল।’
উল্লেখ্য, গত বছরের ২০ মে ৩৩৩ নম্বরে কল করে খাদ্যসহায়তা চান ফরিদ উদ্দিন। খাদ্যসহায়তা নিয়ে তাঁর বাড়িতে যান তৎকালীন ইউএনও আরিফা জহুরা। কিন্তু চারতলা বাড়ি দেখে ফরিদ উদ্দিনকে অবস্থাপন্ন ভেবে উল্টো জরিমানা করেন। ফোন করে হয়রানি করার দায়ে শাস্তি হিসেবে দুই দিনের মধ্যে ১০০ গরিব লোককে খাদ্য সহায়তার নির্দেশ দেন। ইউএনওর এমন নির্দেশে ফরিদ সেই রাতেই দুবার আত্মহত্যার চেষ্টা করেন। ২২ মে স্ত্রীর স্বর্ণের গয়না বন্ধক রেখে এবং ধারদেনা করে ৬৫ হাজার টাকার ত্রাণসহায়তা তুলে দেন ইউএনওর হাতে।
এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে। প্রশাসনের পক্ষ থেকে ফরিদ উদ্দিনকে ত্রাণের অর্থ ফেরত দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে নির্দোষ উল্লেখ করা হয় ইউএনও আরিফা জহুরাকে। তবে ভুক্তভোগী ফরিদ উদ্দিনের পরিবারকে বিভিন্ন সামাজিক সংগঠন আর্থিকভাবে সহায়তা করে।
করোনাকালে খাদ্যসংকটে পড়ে সরকারি সহায়তা নম্বর ৩৩৩-এ কল দিয়েছিলেন ফরিদ উদ্দিন আহমেদ। এই একটি ফোনকল যে জীবনে এমন ঝড় বয়ে আনবে তা ঘুণাক্ষরেও ভাবেননি তিনি। ত্রাণ চেয়ে উল্টো জরিমানা গুনতে হয়েছিল তাঁকে। ঘটনার এক বছর পরও সেই দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের সেই ফরিদ উদ্দিনের পরিবারকে। সমাজে ছোট হয়েছেন, সেই সঙ্গে অবিশ্বাস থেকে দূরত্ব বেড়েছে আত্মীয়স্বজনদের সঙ্গে।
আজ শনিবার সরেজমিনে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের নাগবাড়ি এলাকায় গিয়ে কথা হয় ফরিদ উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে। বাড়ির প্রবেশপথে সরু গলি পেরিয়ে অসমাপ্ত চারতলা ভবনের ছাদে টিনশেডের দুটি কক্ষ। এখানেই বসবাস করে ফরিদ উদ্দিনের পরিবার। এই বাড়ির অন্যান্য ফ্লোরে ফরিদ উদ্দিনের ভাই-বোনদের অংশ রয়েছে।
স্বামী, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ছোট একটি পরিবার। ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী। ফরিদ উদ্দিন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বড় মেয়ে সরকারি মহিলা কলেজে স্নাতক শ্রেণিতে পড়ছেন। ছেলের নামে তিন মাস অন্তর ২ হাজার ২০০ টাকা সরকারি ভাতা আসে। বাড়ির ছাদে কিছু কবুতর পালন করে সংসারে বাড়তি আয়ের চেষ্টা তাঁদের। মোটকথা ফরিদের পরিবার সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফরিদ উদ্দিনকে ওই সময় বাড়িতে পাওয়া যায়নি। তিনি রয়েছেন পুরোনো কর্মস্থলে—হোসিয়ারি কারখানায় কাটিংয়ের কাজ করেন এখনো। স্ট্রোক করার পর থেকে ভারী কাজ করতে পারেন না। প্রতি মাসে তাঁর রোজগার ১২ হাজার টাকা। উত্তরাধিকারসূত্রে চারতলা বাড়ির চতুর্থ তলায় মাথা গোঁজার ঠাঁই হয়েছে বলে বাড়িভাড়ার খরচ থেকে বেঁচে গেছেন।
আলাপকালে ফরিদ উদ্দিন আহম্মেদের স্ত্রী উম্মে কুলসুম (৫০) হাসিমুখে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। খেয়েপরে বেঁচে আছি। উনি (ফরিদ উদ্দিন) হোসিয়ারিতে কাজ করে। যা বেতন পায় তাতে চালায় আল্লাহ। মেয়েটা অনার্স থার্ড ইয়ারে পড়তাছে। ওর একটা চাকরি হইলে ভালো হইত। মানুষের কাছে হাত পাইতা কিছু নিব না। যা আল্লাহ খাওয়ায় পরায় ওতেই সন্তুষ্ট।’
সরকারি ত্রাণ চাওয়ায় উল্টো জরিমানা দেওয়ার পর কোনো সহায়তা এসেছিল জানতে চাইলে উম্মে কুলসুম বলেন, ‘ঢাকা থেকে এক ছাত্রনেতা (গোলাম রাব্বানী) আইসা সহায়তা করল। আর খন্দকার কাউন্সিলরের লোকজনও কিছু চাল-ডাল দিসিলো। সব মিলায়া তিন মাসের খাবার হইসিল আমাদের। এরপর আর কেউ আমাগো সহায়তা করে নাই। কিন্তু এই ঘটনার পর আমার আত্মীয়স্বজনেরা মনে করছে আমাগো লাখ লাখ টাকা দিয়া গেছে মাইনষে। এসব নিয়া সম্পর্ক খারাপ হইসে। অথচ আমরা জরিমানার টাকা ছাড়া আর তেমন কিছুই পাই নাই। তার ওপর সমাজের লোকলজ্জা তো আছেই।’
এমন ঘটনায় কোনো আক্ষেপ বা ক্ষোভ আছে কি না, জানতে চাইতেই চোখ ভিজে আসে উম্মে কুলসুমের। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার কারও প্রতি ক্ষোভ নাই। কপালে ছিল তাই হইসে। তয় আগে যদি জানতাম ফোন দিলে এত কিছু হইব, তাইলে সরকারের কাছে হাত পাততাম না। একটা ফোনে কত কিছু ঘইটা গেল।’
উল্লেখ্য, গত বছরের ২০ মে ৩৩৩ নম্বরে কল করে খাদ্যসহায়তা চান ফরিদ উদ্দিন। খাদ্যসহায়তা নিয়ে তাঁর বাড়িতে যান তৎকালীন ইউএনও আরিফা জহুরা। কিন্তু চারতলা বাড়ি দেখে ফরিদ উদ্দিনকে অবস্থাপন্ন ভেবে উল্টো জরিমানা করেন। ফোন করে হয়রানি করার দায়ে শাস্তি হিসেবে দুই দিনের মধ্যে ১০০ গরিব লোককে খাদ্য সহায়তার নির্দেশ দেন। ইউএনওর এমন নির্দেশে ফরিদ সেই রাতেই দুবার আত্মহত্যার চেষ্টা করেন। ২২ মে স্ত্রীর স্বর্ণের গয়না বন্ধক রেখে এবং ধারদেনা করে ৬৫ হাজার টাকার ত্রাণসহায়তা তুলে দেন ইউএনওর হাতে।
এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে। প্রশাসনের পক্ষ থেকে ফরিদ উদ্দিনকে ত্রাণের অর্থ ফেরত দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে নির্দোষ উল্লেখ করা হয় ইউএনও আরিফা জহুরাকে। তবে ভুক্তভোগী ফরিদ উদ্দিনের পরিবারকে বিভিন্ন সামাজিক সংগঠন আর্থিকভাবে সহায়তা করে।
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
৬ মিনিট আগেখাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
২৯ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে