শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল নির্মাণাধীন সেতুর গর্তে পড়ে গেলে নিরব আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সাজ্জাদ হোসেন আশিক (২৩) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরশ্যামাইল-শিবচর আঞ্চলিক সড়কের কাজির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নিরব আহমেদ রাজৈর উপজেলার শানেরপাড় এলাকার নূর আলম মোল্লার ছেলে এবং আহত আশিক শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে। তাঁরা সম্পর্কে খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিরব ও আশিক শিবচরের শিরুয়াইল এলাকায় তাঁদের মামা বাড়িতে আসেন। সেখান থেকে রাতে শিবচর বাজারের উদ্দেশে রওনা দেন। ওই সময় ঘন কুয়াশা ছিল। সড়কের কাজির মোড় নামক এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মাণাধীন সেতুর গর্তে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় স্থানীয়রা নিরব ও আশিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুর রহমান বলেন, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে নিরব আহমেদ আগেই মারা যান। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত নিরবের মামা মো. টিপু মুন্সী বলেন, ‘রাতে আমার বাড়ি থেকে খাবার খেয়ে ওরা শিবচরের উদ্দেশে রওনা দেয়। এখানে রাস্তায় ব্রিজ নির্মাণ করা হচ্ছে। কুয়াশার কারণে ওরা বুঝতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজের এখানে নিরাপত্তা বেষ্টনী থাকলে এ দুর্ঘটনা ঘটত না।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলের একজনের মৃত্যু হয়েছে।
মাদারীপুর জেলার শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল নির্মাণাধীন সেতুর গর্তে পড়ে গেলে নিরব আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সাজ্জাদ হোসেন আশিক (২৩) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরশ্যামাইল-শিবচর আঞ্চলিক সড়কের কাজির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নিরব আহমেদ রাজৈর উপজেলার শানেরপাড় এলাকার নূর আলম মোল্লার ছেলে এবং আহত আশিক শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে। তাঁরা সম্পর্কে খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিরব ও আশিক শিবচরের শিরুয়াইল এলাকায় তাঁদের মামা বাড়িতে আসেন। সেখান থেকে রাতে শিবচর বাজারের উদ্দেশে রওনা দেন। ওই সময় ঘন কুয়াশা ছিল। সড়কের কাজির মোড় নামক এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মাণাধীন সেতুর গর্তে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় স্থানীয়রা নিরব ও আশিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুর রহমান বলেন, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে নিরব আহমেদ আগেই মারা যান। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত নিরবের মামা মো. টিপু মুন্সী বলেন, ‘রাতে আমার বাড়ি থেকে খাবার খেয়ে ওরা শিবচরের উদ্দেশে রওনা দেয়। এখানে রাস্তায় ব্রিজ নির্মাণ করা হচ্ছে। কুয়াশার কারণে ওরা বুঝতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজের এখানে নিরাপত্তা বেষ্টনী থাকলে এ দুর্ঘটনা ঘটত না।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলের একজনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
১৮ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে