Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব তেমন মানুষ আমি নই: নিখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব তেমন মানুষ আমি নই: নিখিল

দলীয় প্রতীক নৌকা সংগ্রহ করেছেন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আজ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় প্রতীক গ্রহণ করেন তিনি। 

এ সময় ঢাকা- ১৪ আসনের স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরে যাওয়ার জন্য, প্রচার না করানোর ভয়ভীতি দেখানো হচ্ছে এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের মাইনুল হোসেন বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করব। স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব তেমন মানুষ আমি নই। তেমন রাজনীতি আমি কখনো করিনি। আমার রাজনীতি মানুষের জন্য, কল্যাণের জন্য। সেটা শিখিয়েছেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

নিখিল বলেন, ‘আমি ৪০ বছর ধরে রাজনীতি করি। এর মধ্যে কেউ বলতে পারবে না আমি কাউকে আঘাত করেছি, ধমক দিয়েছি। কারও ওপর জুলুম করেছি। নিজেকে সস্তা জনপ্রিয়তা করতে তারা মিথ্যাচার করছে।’ 

প্রচার কার্যক্রম প্রসঙ্গে মাইনুল হোসেন বলেন, ‘আমাদের ১৪ আসনে আল্লাহর ওলী হজরত শাহ্ আলী বাগদাদি (র.) ঘুমিয়ে আছেন। সেখান থেকে বাদ মাগরিব দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রচার শুরু করব।’ 

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে নয়টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত