Ajker Patrika

ছাগলকাণ্ডের সেই মতিউর স্বেচ্ছায় অবসরে, আইআরডির প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাগলকাণ্ডের সেই মতিউর স্বেচ্ছায় অবসরে, আইআরডির প্রজ্ঞাপন জারি

ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তার আবেদনের প্রেক্ষিতে সরকার তাকে অবসরে পাঠিয়েছে। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সমালোচনার মুখে তাকে এনবিআর থেকে আইআরডিতে ওএসডি করে পাঠানোর পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। 

ওই অবস্থায়ই তিনি আবেদনপত্র পাঠিয়ে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে, আইআরডি তা কার্যকর করে। এর ফলে তিনি অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর উত্তর ছুটি, ল্যাম্প গ্র্যান্ট, পেনশন) পাবেন না বলে জানা গেছে। 

আইআরডির উপসচিব মকিমা বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁর আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৩ (১) ও ধারা ৫১ অনুসারে আগামী ২৯ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। 

এনবিআরের কাস্টমস ক্যাডারের সাবেক এই কর্মকর্তাকে ওএসডি করার পাশাপাশি দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলছে। 

মতিউর রহমান কোরবানির ঈদের আগে আলোচনায় আসেন। ওই সময় তাঁর দ্বিতীয় পক্ষের ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার পাশাপাশি ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সমালোচিত সাদিক অ্যাগ্রো থেকে ছাগল কেনার ঘটনায় সারা দেশে তোলপাড় হয়। তখনই মতিউর রহমানের পরিচয় সামনে আসে। 

সমালোচনার এক পর্যায়ে তাকে এনবিআর সদস্য পদ ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের থেকে সরিয়ে আইআরডিতে পাঠানো হয়। তাকে সেখানে পাঠানো হলেও তিনি সশরীরে যোগ দেননি। এমনকি একদিনের জন্যও তিনি সেখানে যাননি। বরং আত্মগোপনে থেকে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত