মাদকাসক্তি থেকে ছেলেকে ফেরাতে না পেরে হতাশ বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২০: ৩৭
Thumbnail image

ফরিদপুরের ভাঙ্গায় ছুটিতে বাড়ি আসা মতিয়ার কাজী (৪০) নামের এক সৌদিপ্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মতিয়ার ওই গ্রামের ওয়াদুদ কাজীর ছেলে। 

এলাকাবাসী জানায়, মতিয়ার কাজীর এক ছেলে রেখে তাঁর প্রথম স্ত্রী চলে যান। পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরের সংসারে মতিয়ারের দুই সন্তান রয়েছে। তিনি দুই দশকের বেশি সময় ধরে সৌদি আরবে থাকেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ছুটিতে দেশে আসেন তিনি। বাড়ি ফিরে জানতে পারেন তাঁর বড় ছেলে মুন্না কাজী (১৮) মাদকাসক্ত ও বখাটে হয়ে পড়েছেন। তাতে খুবই ভেঙে পড়েন তিনি। ছেলেকে এই পথ থেকে ফেরাতে নানাভাবে চেষ্টা করেন মতিয়ার।

এলাকাবাসী আরও জানায়, কদিন ধরে ছেলে মুন্না কাজী মোটরসাইকেল কেনার জন্য চাপ দিচ্ছিলেন। গতকাল বুধবার রাতে এসব নিয়ে ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে তাঁকে মারতে আসে। একদিকে নিজের অসুস্থতা, তার ওপর টাকার জন্য ছেলের চাপ নিতে পারেননি তিনি। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর স্ত্রী ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন। এই ফাঁকে তিনি দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

স্থানীয় হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, মতিয়ার কাজী সৌদি আরবে থাকাকালীন হার্টে সমস্যা ধরা পড়ে। তাঁর ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসা নিতে তিনি ছুটিতে বাড়িতে আসেন। বাড়ি ফিরে বড় ছেলে মুন্নাকে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতে দেখেন।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, মুন্নার বয়স যখন এক বছর, তখন ওকে রেখে ওর মা অন্যত্র বিয়ে করেছিল। পরবর্তী সময়ে লাকি বেগমকে বিয়ে করেন মতিয়ার। কিন্তু লাকি মায়ের ঘাটতি বুঝতে দেননি, নিজ ছেলের মতোই মুন্নাকে বড় করেছেন। ছেলেটি একপর্যায়ে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল। এ নিয়ে ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল জেনেছি। নিজের অসুস্থতা ও ছেলের উচ্ছৃঙ্খল চলাফেরায় সে খুব বিষণ্ন ছিল।’

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত