টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন।
অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা।
মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’
স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন।
অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা।
মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’
স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১১ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১১ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১৪ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১৫ মিনিট আগে