Ajker Patrika

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে: শিল্প পুলিশের ডিআইজি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৬: ৪২
ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে: শিল্প পুলিশের ডিআইজি

শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আগেই শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। আমরা কারখানার মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। শ্রমিকেরা যাতে বেতন-ভাতা নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।’ 

আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী খাঁপাড়া রোডের একটি কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে মো. আজাদ মিয়া বলেন, ‘আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোনো কোনো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি, সেগুলো তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য নেপথ্যে কাজ করে যাচ্ছি।

‘ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও মালিকপক্ষের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করেছি। আশা করছি, এবারের ঈদের আগেই সব কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবেন মালিকপক্ষ।’ 

এ সময় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, পুলিশের পরিদর্শক টঙ্গী জোন মো. ওসমান গণিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত