ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয় জানিয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে হামলার শিকার হন স্বপন। রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ৪৮ ঘণ্টা পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার বিল্লাল হোসেন ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, স্বপনের সঙ্গে স্থানীয় বিল্লালের বসতবাড়ির জমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জেরে গত মঙ্গলবার বাড়ির পাশে ডোবা ভরাট করতে বাধা দিয়ে স্বপনের এক চাচা ও এক ভাবিকে মারধর করেন বিল্লাল ও তাঁর লোকজন। এ সময় স্বপন ঘটনাস্থলে গেলে তাঁর ওপর হামলা করে বিল্লাল ও তাঁর লোকজন পালিয়ে যান।
হামলায় স্বপনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনার দিন রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হত্যার ঘটনায় নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেপ্তার করে র্যাবের একটি যৌথ দল।
মানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয় জানিয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে হামলার শিকার হন স্বপন। রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ৪৮ ঘণ্টা পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার বিল্লাল হোসেন ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, স্বপনের সঙ্গে স্থানীয় বিল্লালের বসতবাড়ির জমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জেরে গত মঙ্গলবার বাড়ির পাশে ডোবা ভরাট করতে বাধা দিয়ে স্বপনের এক চাচা ও এক ভাবিকে মারধর করেন বিল্লাল ও তাঁর লোকজন। এ সময় স্বপন ঘটনাস্থলে গেলে তাঁর ওপর হামলা করে বিল্লাল ও তাঁর লোকজন পালিয়ে যান।
হামলায় স্বপনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনার দিন রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হত্যার ঘটনায় নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেপ্তার করে র্যাবের একটি যৌথ দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৮ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৩ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪১ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৪৩ মিনিট আগে