Ajker Patrika

খন্দকার মোশাররফকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৯: ৩২
খন্দকার মোশাররফকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। 

আগামী রোববার (২১ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করবেন। খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মারুফ হোসেন বলেন, ‘খন্দকার মোশাররফ হোসেন সম্প্রতি স্ট্রোক করেছিলেন। এর পর থেকে তাঁর শরীরের অবস্থা ভালো নাই। এ অবস্থায় তাঁর উন্নত চিকিৎসা জরুরি হয়ে পড়েছে। যে কারণে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার রাত সাড়ে ১১টার ফ্লাইটে বাবাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।’ 

গত বছরের ১৭ জুন বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ হোসেন। সেদিন রাতে বেশি অসুস্থ হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ ডিসেম্বর তাঁকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত