নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বলাকা এক্সপ্রেস ট্রেনের পরিত্যক্ত কামরায় (বগিতে) নিয়ে প্রেমিকা আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রেমিক মারুফ হাসান বাঁধনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মুহাম্মদ সামছুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আসমা পঞ্চগড় সদর উপজেলার সিনপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। তিনি স্থানীয় খানবাহাদুর মোখলেসুর রহমান মাদ্রাসা থেকে ২০১৮ সালে দাখিল (এসএসসি) পাস করে আলিমে ভর্তি হয়েছিলেন। একই মাদ্রাসায় পড়াশোনা করতেন বাঁধন। দুজনের প্রেমের সম্পর্ক ছিল।
রায় ঘোষণার আগে কারাগারে আটক থাকা আসামি বাঁধনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিচারক রায় পড়া শুরু করেন এবং বেলা ১টা ৫ মিনিটে রায় পড়া শেষ করেন। পরে তাঁকে মৃত্যু পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, ‘আসামি নৃশংসভাবে প্রেমিকাকে হত্যা করেছেন বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আসামি যে অপরাধ করেছেন, তা ক্ষমার অযোগ্য। তাই তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো।’
ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারামতে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ২০১৯ সালের ২৩ আগস্ট আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, বাঁধনের সঙ্গে মৃত আসমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালের ১৮ আগস্ট তাঁরা পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় আসেন। তাঁরা কোনো আবাসিক হোটেল না পেয়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করেন। একপর্যায়ে বলাকা ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আসমাকে নিয়ে যান বাঁধন। সেখানে আসমাকে ধর্ষণ করেন তিনি। আসমা চিৎকার করলে তাঁর ওড়না দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করেন বাঁধন। পরে বাঁধন পঞ্চগড়ে ফিরে যান।
এরপর ট্রেনের বগি বুঝে নিতে গিয়ে ওই বছরের ১৯ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে লাশ দেখতে পায় রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ। পরে ওই তরুণীর সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে জন্মসনদ দেখে তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরিবারের সূত্রে বাঁধনের কথা জানতে পেরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বাঁধন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেন। একই সঙ্গে ঘটনার বর্ণনা দেন।
এ ঘটনায় আসমার চাচা রাজু আহমেদ বাদী ঢাকার রেলওয়ে থানায় মামলা করেন। তদন্তে বেরিয়ে আসে বাঁধন তাঁর প্রেমিকা আসমাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করেন।
তদন্ত শেষে একমাত্র আসামি বাঁধনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বলাকা এক্সপ্রেস ট্রেনের পরিত্যক্ত কামরায় (বগিতে) নিয়ে প্রেমিকা আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রেমিক মারুফ হাসান বাঁধনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মুহাম্মদ সামছুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আসমা পঞ্চগড় সদর উপজেলার সিনপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। তিনি স্থানীয় খানবাহাদুর মোখলেসুর রহমান মাদ্রাসা থেকে ২০১৮ সালে দাখিল (এসএসসি) পাস করে আলিমে ভর্তি হয়েছিলেন। একই মাদ্রাসায় পড়াশোনা করতেন বাঁধন। দুজনের প্রেমের সম্পর্ক ছিল।
রায় ঘোষণার আগে কারাগারে আটক থাকা আসামি বাঁধনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিচারক রায় পড়া শুরু করেন এবং বেলা ১টা ৫ মিনিটে রায় পড়া শেষ করেন। পরে তাঁকে মৃত্যু পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, ‘আসামি নৃশংসভাবে প্রেমিকাকে হত্যা করেছেন বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আসামি যে অপরাধ করেছেন, তা ক্ষমার অযোগ্য। তাই তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো।’
ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারামতে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ২০১৯ সালের ২৩ আগস্ট আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, বাঁধনের সঙ্গে মৃত আসমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালের ১৮ আগস্ট তাঁরা পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় আসেন। তাঁরা কোনো আবাসিক হোটেল না পেয়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করেন। একপর্যায়ে বলাকা ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আসমাকে নিয়ে যান বাঁধন। সেখানে আসমাকে ধর্ষণ করেন তিনি। আসমা চিৎকার করলে তাঁর ওড়না দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করেন বাঁধন। পরে বাঁধন পঞ্চগড়ে ফিরে যান।
এরপর ট্রেনের বগি বুঝে নিতে গিয়ে ওই বছরের ১৯ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে লাশ দেখতে পায় রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ। পরে ওই তরুণীর সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে জন্মসনদ দেখে তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরিবারের সূত্রে বাঁধনের কথা জানতে পেরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বাঁধন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেন। একই সঙ্গে ঘটনার বর্ণনা দেন।
এ ঘটনায় আসমার চাচা রাজু আহমেদ বাদী ঢাকার রেলওয়ে থানায় মামলা করেন। তদন্তে বেরিয়ে আসে বাঁধন তাঁর প্রেমিকা আসমাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করেন।
তদন্ত শেষে একমাত্র আসামি বাঁধনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
‘আমার ছেলে কী অপরাধ করেছিল? আমার ছেলেসহ বহু ছাত্রকে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। আমার ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না? হত্যাকারীদের ফাঁসি দেখলে মরেও শান্তি পাব।’ আজ সোমবার কথাগুলো বলছিলেন ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই নিহত জিহাদের (২৫) বাবা নুরুল আমিন মোল্লা।
৭ ঘণ্টা আগেরাজশাহীর বাঘায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার বাউসা ইউনিয়নে ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রোববার (৩০ মার্চ) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত হামলায় পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
৭ ঘণ্টা আগেবগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ দেখে অসুস্থ হয়ে প্রতিবেশী এক নারী মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম স্বপ্না রানী সরকার (৪০)। তিনি ওই গ্রামের কৃষক সঞ্জিত সরকারের স্ত্রী। তাঁর অনামিকা সরকা
৮ ঘণ্টা আগেপুরো রমজান মাসে কক্সবাজার সমুদ্রসৈকতে ছিল প্রায় সুনসান নীরবতা। হোটেল-মোটেল, গেস্টহাউস ও রিসোর্টগুলো কক্ষভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও অতিথি পায়নি। বন্ধ ছিল পর্যটকনির্ভর রেস্তোরাঁসহ অন্যান্য ব্যবসা। সেই নীরবতা ভেঙেছে ঈদুল ফিতরের ছুটিতে। আজ সোমবার দুপুর থেকে স্থানীয় পর্যটকেরা সৈকতমুখী হয়েছেন।
৮ ঘণ্টা আগে