Ajker Patrika

জাহাজে ৭ খুনের ঘটনায় সদরঘাটে নৌযান শ্রমিক জমায়েত, বিক্ষোভ

অনলাইন ডেস্ক
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনায় মামলা হয়েছে। ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনায় মামলা হয়েছে। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর এলাকায় মাঝির চরে কার্গো জাহাজে ৭ জনকে হত্যার প্রতিবাদে ঢাকা সদরঘাটে জাহাজ শ্রমিক জমায়েত, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নৌযান শ্রমিক দল কর্মচারী ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন—আনোয়ার হোসাইন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক কর্মচারীদের রক্ত শ্রম ও ঘামে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রবাসী শ্রমিকেরা বিদেশে থেকে বৈদেশিক মুদ্রা যেমন আয় করে আনে, তেমনি দেশের অভ্যন্তরে মিল কারখানা, ঘরবাড়িসহ সর্বত্র শ্রমিকের পরিশ্রমে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। দেশকে এগিয়ে নিতে শ্রমিক কর্মচারীগণ ন্যায্য মজুরি না পেয়েও চাকরি রক্ষার জন্য বাধ্য হয়ে কাজ করছে।

এ সমন্বয়ক আরও বলেন, উন্নত দেশে শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হলেও বাংলাদেশে শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছে না। প্রধান অতিথি পরিবহন শ্রমিক, নৌযান শ্রমিক, বন্দর শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

বক্তারা নাবিক হত্যার ঘটনাটি স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে দাবি জানান। সেই সঙ্গে খুনের সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা।

সদরঘাটে জাহাজ শ্রমিকদের জমায়েতে পরিবহন শ্রমিক, ঘাট শ্রমিক, হকার্স শ্রমিক, রিকশা শ্রমিকেরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তারা নৌযান শ্রমিকসহ বাংলাদেশের সকল শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।

এতে আরও বক্তব্য রাখেন— শ্রমিক দলের সহসভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু, ঢাকা মহানগর (দক্ষিণ) আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্যসচিব বদরুল আলম সবুজ, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, শাহ আলম মোল্লা, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান মিন্টু, জসিম উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত