Ajker Patrika

দুই পক্ষকে নিয়ে ইজতেমা ময়দান পরিদর্শন করল প্রশাসন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭: ৫১
দুই পক্ষকে নিয়ে ইজতেমা ময়দান পরিদর্শন করল প্রশাসন

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী ২ ফেব্রুয়ারি ৫৭তম বিশ্ব ইজতেমা সামনে রেখে ময়দান পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। এ সময় তাবলীগের দুই পক্ষ উপস্থিত ছিল। আজ রোববার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শনের পর প্রশাসন আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।

সভা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ‘ইজতেমা নিয়ে দুপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তাঁরা আমাদের (পুলিশকে) আশ্বস্ত করেছেন। তাঁরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবেন না। ময়দানে পর্যাপ্ত পুলিশ সদস্য থাকছে।’

এবারের ইজতেমা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগ কাজ করছে। মাঠের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি র‍্যাব, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা নিয়োজিত থাকছেন। সেই সঙ্গে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় হকার ও ফুটপাতে কোনো অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না।

এর আগে আজ সকাল ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইজতেমা ময়দান পরিদর্শন করেন।

ময়দান পরিদর্শন শেষে প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা।যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। এবার ময়দানের কিছু অংশে শামিয়ানা টানানো হয়নি। পুরোনো চট নষ্ট হয়ে গিয়েছে। নিজ নিজ শামিয়ানা নিয়ে দু-এক দিনের ভেতরেই আমাদের সাথীরা ময়দানে আসা শুরু করবেন।’

ভারতের অধিবাসী মাওলানা সা’দের ইজতেমা মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘আগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ রোববার সকাল ৯টায় ইজতেমা ময়দানে এসেছি। যোবায়ের অনুসারীরাও এসেছেন। প্রথম ধাপের ইজতেমা শেষে দ্বিতীয় ধাপের জন্য জেলা প্রশাসক ময়দান আমাদের বুঝিয়ে দেবেন।’

উল্লেখ্য, ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম ধাপ। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৫৭তম বিশ্ব ইজতেমা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত