ঢামেক প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঢাবির আইন বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জহুরুল হক হলের আবাসিক ছাত্র রেজওয়ান আহমেদ রিফাত (২৪), জসিম উদ্দিন হলের শাহিনুর ইসলাম রাসেল (২৫) ও বঙ্গবন্ধু হলের সাকিব আজাদ তুর্য (২৫)।
আহতদের ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা স্বপন মিয়া নামে এক রিকশা চালক বলেন, ‘বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ৫-৬টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন মিলে তাদেরকে আলোপাতারি মারধর করে। মারধরের পর ফেলে রেখে গেলে তাদেরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।’
আহত রেজওয়ান আহমেদ রিফাত বলেন, তারা বঙ্গবন্ধু টাওয়ারের নিচ তলায় যোহরের নামাজ আদায় করেন। এরপর সেখানে ধর্মীয় আলোচনা এবং তাদের বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের বিষয়ে আলোচনা করছিলেন। তখন কয়েকজন এসে তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তারা বের হয়ে রাস্তার ওপর আসলে হঠাৎ কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে এলোপাতারি মারধর করে। এতে তারা ৪ জন গুরুতর আহত হন।
সাফওয়ান নামে একজনকে খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তবে মারধরকারীদের তারা চেনেন না বলে জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘তাদের তিনজনের অবস্থাই গুরুতর। শাহিনুরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও সাকিবকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঢাবির আইন বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জহুরুল হক হলের আবাসিক ছাত্র রেজওয়ান আহমেদ রিফাত (২৪), জসিম উদ্দিন হলের শাহিনুর ইসলাম রাসেল (২৫) ও বঙ্গবন্ধু হলের সাকিব আজাদ তুর্য (২৫)।
আহতদের ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা স্বপন মিয়া নামে এক রিকশা চালক বলেন, ‘বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ৫-৬টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন মিলে তাদেরকে আলোপাতারি মারধর করে। মারধরের পর ফেলে রেখে গেলে তাদেরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।’
আহত রেজওয়ান আহমেদ রিফাত বলেন, তারা বঙ্গবন্ধু টাওয়ারের নিচ তলায় যোহরের নামাজ আদায় করেন। এরপর সেখানে ধর্মীয় আলোচনা এবং তাদের বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের বিষয়ে আলোচনা করছিলেন। তখন কয়েকজন এসে তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তারা বের হয়ে রাস্তার ওপর আসলে হঠাৎ কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে এলোপাতারি মারধর করে। এতে তারা ৪ জন গুরুতর আহত হন।
সাফওয়ান নামে একজনকে খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তবে মারধরকারীদের তারা চেনেন না বলে জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘তাদের তিনজনের অবস্থাই গুরুতর। শাহিনুরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও সাকিবকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।’
কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তাঁর বাবা এসেও ওই কিশোরীকে...
৩০ মিনিট আগেবগুড়া জেলা কারাগারে বন্দী আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৫ মিনিট আগেগতকাল সোমবার রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয়। বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের...
৪৪ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয় আড়াই মাস বয়সী ওই শিশু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ওই শিশু সায়ানকে দুই দিন আগে...
১ ঘণ্টা আগে