Ajker Patrika

ছাগল কাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাগল কাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ

ছাগল কাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পদ ও ভ্যাট আপিলাত ট্রাইবুনালের প্রেসিডেন্টের পদ হারানো ড. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন খারিজ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আজকের পত্রিকাকে জানান, আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল আজ। কিন্তু লায়লা আদালতে উপস্থিত না হওয়ায় আদালত আবেদন খারিজ করে দেন।

গত ৩০ জুন বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন লায়লা।

লায়লা কানিজ আবেদনে উল্লেখ করেন, স্বামী এবং ছেলের সঙ্গে তার বিদেশ গমনে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অথচ তিনি একজন জন প্রতিনিধি। নরসিংদীর রায়পুর উপজেলার একজন সফল চেয়ারম্যান। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। সু চিকিৎসার জন্য তিনি কানাডা, যুক্তরাষ্ট্র, ভারত, দুবাই থেকে চিকিৎসা নিয়েছেন। সু চিকিৎসার জন্য তাকে আবারও ওইসব দেশে যেতে হবে। তাই ন্যায় বিচারের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা একান্ত প্রয়োজন।

এর আগে গত ২৩ জুন মতিউর রহমান, তাঁর প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন একই আদালত।

দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন। 

দুদক আবেদনে উল্লেখ করেন, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে যা ইতিমধ্যে দুদক অনুসন্ধান করছে। ইতিমধ্যে জানা গেছে মতিউর রহমান তার স্ত্রী সন্তান ও স্বজনদের নামে দেশ-বিদেশে বিপুল সম্পদ অর্জন এর অভিযোগ রয়েছে। 

তাদের নামে রাজধানীতে ১৫ টি ফ্ল্যাট ও চারটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহের ভালুকা, নরসিংদীর বিভিন্ন জায়গায় এবং চাঁদপুরের শত শত বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। বিদেশেও বিপুল পরিমাণ টাকা আচারের অভিযোগ পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এ অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থপাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এজন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত