বশেমুরবিপ্রবির নতুন ভিসি ঢাবির অধ্যাপক হোসেন উদ্দিন

গোপালগঞ্জ প্রতিনিধি
Thumbnail image
অধ্যাপক হোসেন উদ্দিন শেখর। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হোসেন উদ্দিন শেখর।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। নবনিযুক্ত উপাচার্যের মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে চার বছর।

এর আগে ২০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বশেমুরবিপ্রবির ভিসি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর ভারপ্রাপ্ত ভিসি দিয়েই চলছিল বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত