Ajker Patrika

শ্রীপুরে পরিত্যক্ত গোয়ালঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে পরিত্যক্ত গোয়ালঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে পরিত্যক্ত গোয়ালঘর থেকে রাজিয়া সুলতানা নাদিয়া (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত কিশোরী রাজিয়া সুলতানা নাদিয়া শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মো. রাজু মিয়ার মেয়ে। তিনি স্থানীয় পিয়ার আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

রাজিয়ার লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান। 

স্বজনদের বরাত দিয়ে এসআই নাজমুল বলেন, ‘গতকাল রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়। রাত ১০টার পর রাজিয়াকে তার মা ডাকতে থাকেন। এ সময় মেয়েকে কোথায় না পেয়ে বাড়ির আশপাশে খোঁজ করতে থাকেন। 

খোঁজ করার এক পর্যায় বাড়ির পাশে পরিত্যক্ত গোয়ালঘরে রাজিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। এ সময় তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। রাজিয়ার মৃত্যু কারণ জানাতে পারেনি পরিবার। 

এসআই নাজমুল বলেন, স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত