Ajker Patrika

রাজধানীর সূত্রাপুরে শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৫: ১৩
রাজধানীর সূত্রাপুরে শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর সূত্রাপুরে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৫ বছরের যুবক নাদিমুল ইসলাম এলেম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন নিহতের মা কিসমত আরা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী কিসমত আরা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সংসদ সদস্য সাঈদ খোকন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবির প্রধান হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু প্রমুখ।

মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই বেলা ৩টা থেকে ৪টার মধ্যে কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলছিল। সেখানে থাকা বাদীর ছেলে নাদিমুল ইসলাম এলেম গুলিবিদ্ধ হন। গুলি এলেমের চোখ ভেদ করে ভেতরে ঢুকলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এলেম। তাঁকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মামলায় অভিযোগ করা হয়—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও অন্যান্য আসামিদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ হত্যাকাণ্ড ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত