সিদ্ধিরগঞ্জে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৭: ০৯
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭: ২৯
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উদ্ধার হওয়া গলাকাটা অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। মৃত যুবকের নাম মো. শাকিল (২৬)। আজ বৃহস্পতিবার সকালে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি আমতলা খিলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শাকিল গাইবান্ধা জেলার মো. কুদ্দুসের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইল এলাকায় থাকেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় মিলেছে। তিনি অটোরিকশাচালক ছিলেন। ওই যুবক যে ইজিবাইক চালাতেন সেটা মূল মালিকের কাছেই রয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিন সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম মঞ্জুরুল ইসলাম মরদেহটি উদ্ধারের ব্যাপারে বলেন, ‘এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে থানায় কল করলে আমরা সঙ্গে সঙ্গে আসি। এসে দেখি গলাকাটা অবস্থায় ওই যুবক পড়ে আছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত