Ajker Patrika

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ৩৫
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গাজীপুরের শ্রীপুর থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক সাইদুর রহমান হিমুকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীপুর-কাপাসিয়া সংযোগ সড়ক থেকে তাকে আটক করে শ্রীপুর থানা-পুলিশ।

আটককৃত সাইদুর রহমান হিমু (৩৫) শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন।

শ্রীপুর থানার এএসআই নাসির উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর-কাপাসিয়া সড়কে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বেচ্ছাসেবকের নেতাকে আটক করা হয়েছে। এরপর তার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত সাইদুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল রোববার তাকে আদালতে পাঠানো হবে।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বলেন, ‘এ বিষয়ে খোঁজ খবর নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত