Ajker Patrika

শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিকের মধ্যে এক জন মারা গেছেন। তার নাম রবিউল ইসলাম (১৯)। 

আজ রোববার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিলো। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন। 

এরআগে গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল মিলে এই ঘটনা ঘটে। 

এতে দগ্ধ হন শ্রমিক রবিউল ইসলাম (১৯), শাহ আলম (৩৫) ও মাজহারুল ইসলাম (৩৭) ও আমিরুল ইসলাম (৩৫)।

স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে তিনি খবর পান, স্টিল মিলের ভেতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’

রবিউলের বাড়ি বরগুনার সদর উপজেলা পটকাখালি গ্রামে। তার বাবা মো. সিদ্দিক বলেন, ‘ভোরে তিনি দুর্ঘটনার খবর পান। তবে হরতালের কারণে গ্রাম থেকে ছেলের লাশ নিতে আসতে পারেননি। কারখানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন বলা তাকে জানানো হয়েছে।’

এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত