অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
দীর্ঘ ১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বেলা ৩টা ৫৫ মিনিটে তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান।
তিনি জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি তাঁর দুই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তারেক কামালসহ তাঁর স্বজনেরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেন।
সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছিলেন আবদুল হামিদ। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। গত বছর এপ্রিলে বিদায় নেন তিনি।
এদিকে ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসন শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। রেজওয়ান এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।
দীর্ঘ ১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বেলা ৩টা ৫৫ মিনিটে তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান।
তিনি জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি তাঁর দুই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তারেক কামালসহ তাঁর স্বজনেরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেন।
সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছিলেন আবদুল হামিদ। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। গত বছর এপ্রিলে বিদায় নেন তিনি।
এদিকে ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসন শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। রেজওয়ান এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে