আজমেরী এখন অস্ত্রের লাইসেন্স চাইছে, পুলিশ সম্মতিও দিয়েছে: রফিউর রাব্বী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৩, ১০: ৩৮
Thumbnail image

নারায়ণগঞ্জে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে এর আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। 

কর্মসূচিতে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, যে আজমেরী ওসমানের টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়েছে বলে র‍্যাব খসড়া চার্জশিটে উল্লেখ করেছে। আজ সেই আজমেরী ও তার সহযোগীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এখন আজমেরী অস্ত্রের লাইসেন্স চাইছে। এত দিন লাইসেন্স ছাড়া অস্ত্রে লাশ ফেলেছে, এখন খুনের জন্য তার সরকারের অনুমতি লাগবে। পুলিশ তাদের তদন্তে লাইসেন্স দেওয়ার জন্য সম্মতিও জানিয়েছে। 

রফিউর রাব্বী বলেন, ‘ত্বকী হত্যার ১০ বছর পেরিয়ে গেলেও সরকারের অঘোষিত ইনডেমনিটি বহাল রয়েছে। র‍্যাবের তৈরি করা অভিযোগপত্র ১০ বছরেও আদালতে দেওয়া হয়নি। হত্যা মামলায় ১৬৪ ধারায় নাম আসার পরেও তাকে গ্রেপ্তার না করার উদাহরণ দেশে দ্বিতীয়টি নেই। এমনিভাবে একজন ঘাতকের পক্ষ নেওয়ার নজির খুব কমই আছে। 

তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের কথা বলে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধবিরোধী কাজ করে যাচ্ছে। মানুষের বিচার পাওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকারসহ গণতান্ত্রিক সব অধিকার হরণ করেছে। আমরা এই কর্মসূচি থেকে ত্বকী, সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুল, মিঠুসহ সব হত্যার বিচারের দাবি জানাই। 

অনুষ্ঠানে জোটের সহসভাপতি ধীমান সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান মাসুম, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, বাসদ জেলা সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস প্রমুখ। 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত