পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি লিটন ওরফে রিটনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার চণ্ডিপাশা বড় আজলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার লিটন উপজেলার চালিয়াগোপ গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার চালিয়াগোপ গ্রামের বাসিন্দা লিটনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়আজলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বেশির ভাগই চুরির মামলা। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত